মনোজ বন্দ্যোপাধ্যায়,পশ্চিম বর্ধমান: দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডে চাকরির দাবিতে অনশনের ৫৮ দিন পার। শেষমেশ ডিপিএল কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারীদের নিয়ে বৈঠক করলেন জেলা আইএনটিইউসি  সভাপতি। ভোটের আগে দিলেন সমাধানের আশ্বাস। বৈঠককে কটাক্ষ করেছে বিজেপি।


দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডে কর্মরত অবস্থায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবার পিছু একজনের চাকরি দেওয়ার নিয়ম রয়েছে। আন্দোলনকারীদের দাবি, ২০১২ সালের পর থেকে বন্ধ রয়েছে নিয়োগ প্রক্রিয়া। নয় নয় করে এখন চাকরিপ্রার্থীর সংখ্যা পৌঁছেছে ১৯০-এ।


পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যুর পর,  উপার্জন কার্যত বন্ধ। সন্তানদের পড়াশোনা থেকে সংসারের খরচ চালাতে গিয়ে হিমশিম অবস্থা। এই পরিস্থিতিতে মৃত কর্মীদের পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার দাবিতে অনশন। অনশনের ৫৮ দিন পর ভোটের মুখে তৎপর তৃণমূল! দাবি মেটাতে বুধবার রাজ্য সরকারের তাপ বিদ্যুৎ কেন্দ্র দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডের সঙ্গে আলোচনায় বসলেন জেলা INTTUC সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল। সঙ্গে ছিলেন আন্দোলনকারীদের বেশ কয়েকজন।


INTTUC সভাপতি ভোটের আগে সমাধানের আশ্বাস দিলেও আন্দোলনকারীদের দাবি, আলোচনার নিট ফল জিরো। এক আন্দোলনকারীর কথায়, ‘‘বহুদিন ধরে আন্দোলন করছি, ১০ বছর ধরে আন্দোলন, চতুর্থবার আন্দোলনে বসেছি, এখনও সমাধান হয়নি। আলোচনার নিট ফল বিগ জিরো। আমরা যতক্ষণ না পর্যন্ত নির্দিষ্ট প্রতিশ্রুতি পাচ্ছি আন্দোলন চালিয়ে যাব৷’’


পশ্চিম বর্ধমানের INTTUC সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল জানান, ‘‘আলোচনা হয়েছে, আশা করছি ভোটের আগে সমাধান হবে, মুখ্যমন্ত্রী, বিদ্যুৎমন্ত্রীকে জানিয়েছি, আলোচনা সদর্থক হয়েচে, আশা করি ভোটের আগে সমাধান হবে৷’’


বৈঠককে তৃণমূলের ভোটমুখী রাজনীতি বলে কটাক্ষ করেছে বিজেপি। পশ্চিম বর্ধমানের বিজেপি সম্পাদক অভিজিৎ দত্ত জানান, ‘‘একের পর এক কারখানা বন্ধ, নায্য মজুরি নেই, সামনে ভোট তাই চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে বিশ্বনাথ পাড়িয়াল, ভোটের আগে ভাঁওতা৷’’


আন্দোলনকারীদের বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডিপিএল কর্তৃপক্ষ। ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্রের কথায়, বিশ্বনাথ পাড়িয়াল আলোচনা করতে এসেছিলেন, উচ্চ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, সহানুভূতির সঙ্গে বিষয়টি দেখার চেষ্টা চলছে, কিন্তু কোনও নির্দেশ আসেনি উপরমহল থেকে ৷


সবমিলিয়ে ভোটের আগে আদৌ সমাধানসূত্র মিলবে নাকি আন্দোলনকারীদের আশঙ্কাই সত্যি হয় সেটাই এখন দেখার।