আশাবুল হোসেন, হুগলি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পরদিনই এনিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হুগলির সভা থেকে এনিয়ে সরাসরি নরেন্দ্র মোদিকে নিশানা করেন তিনি। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি-ও।


২৪ ঘণ্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে কয়লাকাণ্ডে তাঁর স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই! আর বুধবার হুগলির হাইভোল্টেজ সভা থেকে তা নিয়েই বিজেপির উদ্দেশে ঝাঁঝালো আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়! আর আক্রমণের শুরুটাই করলেন সরাসরি নরেন্দ্র মোদিকে নিশানা করে।


দুদিন আগে হুগলির ডানলপের সাহাগঞ্জে যে মাঠে জনসভা করেছিলেন নরেন্দ্র মোদি। এদিন সেই মাঠ থেকেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার ওপর খুব রাগ। আমায় কী করতে পারেন? মারতে পারেন, খুন করতে পারেন। মা-বোনেদের অসম্মান করতে পারেন? বাড়িতে ঢুকে বাচ্চা মেয়ে, বউ, তাকে কয়লাচোর বলছেন? কয়লাচোরদের নিয়ে নিজে কোলে তুলে বেড়াচ্ছেন !’’


মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আমাদের ঘরের মা-বোনেরা কয়লাচোর? তোমার সারা গায়ে ময়লা লেগে আছে? নোটবন্দির টাকা কোথায় গেল? নরেন্দ্র মোদি জবাব দাও। কোল ইন্ডিয়া বিক্রি হচ্ছে কেন? মোদি জবাব দাও। সেল বিক্রি কেন? মোদি জবাব দাও। কৃষকরা রাস্তায় কেন, মোদি জবাব দাও ৷’’


মঙ্গলবার সিবিআই অফিসাররা কালীঘাটে অভিষেকের বাড়িতে পৌঁছনোর আগে, সেখানে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বেরোতেই অভিষেকের বাড়িতে পৌঁছয় সিবিআই! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই পৌঁছনো নিয়ে যখন শুভেন্দু অধিকারীদের গলায় ব্যঙ্গের সুর, তখন চ্যালেঞ্জের সুর তৃণমূল নেত্রীর গলায়। শুভেন্দু অধিকারী বলেন, ‘দুয়ারে সিবিআই। ভাইপো যাবে শ্রী ঘরে!’ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা চ্যালেঞ্জ, ‘‘আমাকে ধমকানোর চেষ্টা করছে। করে দেখো। খেলে দেখো। কজনকে গ্রেফতার করবে? জেল ফুটো হয়ে বেরিয়ে আসবে।’’


ভোটমুখী বাংলায় এখন কার গায়ে কয়লার কালি, তা নিয়েই তরজা! কয়লাকাণ্ডের তদন্তের শেষ কোথায়, কবে কেউ জানে না! তবে রাজ্য রাজনীতির ভরকেন্দ্রে যে এখন কয়লাই তা নিয়ে কোনও সন্দেহ নেই।