কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: প্রবল বৃষ্টিতে জলমগ্ন বর্ধমান শহর। জল নিষ্কাশনের বিকল্প পথ না থাকায় বাঁকা নদীর জল উপচে শহর বর্ধমানের বাঁকা নদীর তীরবর্তী একাধিক ওয়ার্ডে ঢুকেছে জল। গত ৪ দিন ধরে জলবন্দি পুর এলাকার একাধিক ওয়ার্ডের সাধারণ নাগরিকরা। কখনও পুরসভার ওপর আবার কখনও জেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে গোটা জেলায় তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর না আসলেও খোদ বর্ধমান পুর এলাকার বেশ কিছু এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। লাগাতার বৃষ্টি এবং বাঁকা নদীর জলে ভেঙেছে একাধিক কাঁচাবাড়ি সহ পাকা বাড়িও। এখনও পর্যন্ত কেবল শহরেই ২০০০-র ও বেশি মানুষকে বিভিন্ন নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। এলাকার মানুষের ভোগান্তি যেন এই কদিনের বৃষ্টিতে ভীষণভাবে বেড়েছে।


এদিন দুপুর পর্যন্ত পাওয়া জেলা প্রশাসন সূত্রে খবর আপার ক্যাচমেন্ট এলাকায় ব্যাপক বৃষ্টির জেরে দুর্গাপুর ব্যারেজের জলও বেড়েছে। ব্যারেজ থেকে জল ছাড়াও চলছে। গত ২০ জুলাই থেকে আমন চাষের জন্য জল ছাড়া শুরু হয়েছে। তার পরেই নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে। শনিবার দুপুরে দুর্গাপুর ব্যারেজ থেকে ১ লক্ষ ১৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা গেছে। ১৭ নং ওয়ার্ডের খাজা আনোয়ার বেড় এলাকায় কয়েকটি মাটির বাড়ি ভেঙেছে। ১, ২,৪, ৫, ৯, ১০, ১১, ১২, ১৭, ১৯, ২১, ৩৫  নম্বর ওয়ার্ড কিছু ওয়ার্ডের একাংশ জলমগ্ন হয়ে পড়ায় বেশ কিছু মানুষ জলমগ্ন হয়ে পড়েছে ।


শহরের পাশাপাশি জেলার খন্ডঘোষ, রায়না,জামালপুর  ব্লকের বিভিন্ন এলাকা জলমগ্ন। জেলাশাসক প্রিয়াংকা সিংলা জেলায় এখনও পর্যন্ত প্রায়  ৮০ টি বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০০ বাড়ি। ইতিমধ্যেই  প্রায়  ৪ হাজার লোককে অন্যত্র সরানো হয়েছে। যার মধ্যে বর্ধমান পৌর এলাকারই ২ হাজার জন।