কলকাতা: লোকাল ইএমইউ ট্রেনে মহিলাদের জন্য কামরা বাড়ানোর সিদ্ধান্ত পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের ।
শিয়ালদা ডিভিশনের উত্তর, দক্ষিণ ও মেইন শাখায় প্রতিদিন আপ ও ডাউন মিলিয়ে চলে ৭০০টি লোকাল ট্রেন। তার মধ্যে বেশ কিছু মহিলা স্পেশাল। কিন্তু এরপরেও স্থান সঙ্কুলান হচ্ছে না বলে অভিযোগ মহিলাদের। রেল কর্তৃপক্ষের কাছে ট্রনের কামরা বাড়ানোর আবেদন করেন তাঁরা। এই প্রেক্ষিতে পূর্ব রেলের সিদ্ধান্ত, কামরা সংখ্যা একই রেখে জায়গা বাড়ানো হবে মহিলাদের জন্য।
বর্তমানে ৯ কামরার ট্রেনগুলিতে ২ দিকের মোটর কারের পর একটি কম্পার্টমেন্টের অর্ধেক থাকে মহিলা, অর্ধেক ভেন্ডর। পূর্ব রেলের সিদ্ধান্ত অনুযায়ী, ওই কামরার পুরোটাই মহিলাদের দিয়ে দেওয়া হবে। ফলে আগে যেখানে দু’টি কামরার অর্ধেক মিলিয়ে একটি কামরা পেতেন, এখন সেখানে পুরো ২টি কামরা পাবেন মহিলারা। সামনে ও পিছনের দিক থেকে তিন নম্বর কামরাটির অর্ধেক হবে ভেন্ডর অর্ধেক জেনারেল।
অন্যদিকে, ১২ কামরার ট্রেনের ক্ষত্রে দু’দিকের মোটর কারের পরের কামরা ছিল মহিলাদের। ২ দিকের তিন নম্বর কামরা ছিল অর্ধেক ভেন্ডর ও অর্ধেক জেনারেল। ২ দিকের তিন নম্বর কামরা থেকে জেনারেল সরিয়ে অর্ধেক মহিলা করা হল। ফলে ১২ বগির ট্রেনে ২টি ছিল মহিলা কামরা, হল ৩টি।
পূর্ব রেল সূত্রে খবর, খুব দ্রুত এই ব্যবস্থা চালু হবে। আপাতত দিনের ব্যস্ত সময়ে চালু হলেও পরে সারাদিনের জন্য চালু হবে। এদিকে, রেলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি মহিলা যাত্রীরা। অন্যদিকে, সমালোচনায় সরব পুরুষ যাত্রীরা।