জলপাইগুড়ি: মোবাইল ফোন নম্বরের সঙ্গে আধার নম্বর সংযুক্ত হলে তৃণমূলের দুর্নীতি ফাঁস হয়ে যাবে। তাই মুখ্যমন্ত্রীর এ ব্যাপারে এত আপত্তি। অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন, মোবাইল নম্বরের সঙ্গে আধার জোড়ার নির্দেশ দিয়ে কেন্দ্র মানুষের অধিকার ও গোপনীয়তায় হস্তক্ষেপ করছে। তাঁর মোবাইল সংযোগ যদি কেটেও দেওয়া হয় তিনি এই নির্দেশ মানবেন না।
জবাবে দিলীপের দাবি, আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করলে তৃণমূল কর্মী ও সমর্থকদের বহু দুর্নীতির পর্দাফাঁস হবে। তাই মুখ্যমন্ত্রী এ ব্যাপারে আপত্তি করছেন।
গোর্খা জনমুক্তি মোর্চা কাউন্সিলর বরুণ ভুজেলের মৃত্যু নিয়েও মুখ খুলেছেন দীলিপ। তাঁর দাবি, বরুণের ঠিকমত চিকিৎসা হয়নি, তাঁর পরিবারের সদস্যদেরও দেখা করতে দেওয়া হয়নি তাঁর সঙ্গে।
পাহাড়ে হিংসা ছড়ানোর অভিযোগে ১৬ জুন ভুজেলকে গ্রেফতার করা হয়।
আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্তিকরণে দুর্নীতি ফাঁস হবে, তাই আপত্তি তৃণমূলের: বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Oct 2017 10:24 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -