মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে ফের তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণ। পলাতক পঞ্চায়েত প্রধান ও তাঁর বাড়ির লোকজন।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোররাতে তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। পরে জানা যায়, বিস্ফোরণ ঘটেছে খড়গ্রামের পারুলিয়া গ্রামপঞ্চায়েতে তৃণমূল প্রধান রুবিনা বিবির বাড়ির শৌচালয়ে। বিস্ফোরণের তীব্রতায় শৌচালয়ের ছাদ ও দেওয়াল উড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়ির শৌচালয়ে বোমা রাখা ছিল। কিন্তু কোথা থেকে এল বোমা? কীজন্য তা মজুত করা ছিল? খতিয়ে দেখছে পুলিশ। কংগ্রেসের অভিযোগ, এলাকায় সন্ত্রাস করার জন্য পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমা মজুত করা ছিল। পঞ্চায়েত প্রধানের আত্মীয়র অবশ্য পাল্টা দাবি, এর আগে বেশ কয়েকবার বিস্ফোরণ ঘটেছে। সিপিএম ও কংগ্রেস লোকেরা সন্ত্রাস করার জন্য বাড়িতে বোমা রেখে গেছে।
এ নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূল মুর্শিদাবাদের জেলা সভাপতি মান্নান হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁর মোবাইল বন্ধ ছিল। ঘটনায় গ্রেফতার হয়নি কেউ। বিস্ফোরণের পর থেকেই পলাতক পারুলিয়ার পঞ্চায়েতে তৃণমূল প্রধান রুবিনা বিবি ও তাঁর বাড়ির লোক।
তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণ, পলাতক বাড়ির বাসিন্দারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 May 2016 02:48 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -