গৃহবধূর একাধিক অবৈধ সম্পর্ক, খুন ১ প্রেমিক, গ্রেফতার অন্য প্রেমিক সহ অভিযুক্ত মহিলা
ABP Ananda, Web Desk | 09 Jun 2018 09:08 AM (IST)
অশোকনগর: বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্ক রক্ষা করতে গিয়ে এক প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে আর এক প্রেমিককে খুনের অভিযোগ উঠল অশোকনগরের এক গৃহবধূর বিরুদ্ধে। অভিযুক্ত গৃহবধূ ও তাঁর প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। মৃত যুবকের নাম অজয় কর। তাঁর পরিবার জানিয়েছে, বুধবার নিখোঁজ হয়ে যান অজয়। ওই দিনই গভীর রাতে রেললাইনের ধার থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। অজয়ের পরিবারের দাবি, সম্প্রতি এক গৃহবধূর সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। তিনি ছাড়াও ওই গৃহবধূর সঙ্গে বিশ্বজিৎ নামে আরেক যুবকের সম্পর্ক ছিল। এ নিয়ে তাঁর সঙ্গে অশান্তি হওয়ায় ওই গৃহবধূ ও বিশ্বজিৎ মিলে অজয়কে খুন করেন বলে অভিযোগ। ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত হচ্ছে।