বজবজ:  নিজের গায়ের রঙ কালো। শিশুপুত্র ফর্সা। সন্দেহের বশে শিশুকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। শিশুর বাড়ির সামনে বিক্ষোভ এলাকাবাসীদের। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ পুলিশের।

বাবার সন্দেহের শিকার শিশু। দক্ষিণ ২৪ পরগনার বজবজ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। প্রতিবেশীদের দাবি,

বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে বনিবনা হত না শেখ ফিরোজের। ছেলে হওয়ার পর তার গায়ের রং নিয়ে সন্দেহকে ঘিরে অশান্তি চরমে ওঠে।

মাঝেমধ্যেই ফিরোজ স্ত্রীকে মারধর করতেন বলেও অভিযোগ। দিতেন খুনের হুমকি। মায়ের দাবি, সোমবার সকালে ঘুম থেকে ওঠার পর দেখেন খাটের ওপর মৃত অবস্থায় পড়ে রয়েছে শিশুপুত্র। তাঁর অভিযোগ ছেলেকে খুন করেছে বাবাই। ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা।

অভিযুক্ত বাবাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মঙ্গলবার শিশুদিবস। দেশজুড়ে পালিত হবে দিনটি। দিনটির তাত্পর্য বোঝার মতো বয়স হওয়ার আগেই থেমে গেল এক শিশুর জীবন। বাবার মনের কোণে শাখাপ্রশাখা ছড়িয়ে থাকা মারাত্মক সন্দেহের বিষবৃক্ষই কি তাকে বাঁচতে দিল না এই পৃথিবীতে?