বীরভূম: বাঘের আতঙ্কে এখনও ঘুম নেই মল্লারপুরের। ফের বাঘের থাবার ছাপ।আতঙ্কের থাবা গ্রামবাসীদের মনে।
বীরভূমের মল্লারপুর। পাশেই জঙ্গল। কয়েক দিন ধরেই এই এলাকার বাসিন্দারা বাঘের আতঙ্কে সিঁটিয়ে। সম্প্রতি, গ্রামবাসীরা দাবি করেন, বাঘের গর্জন শোনা গিয়েছে। রবিবার সকালে দেখা গিয়েছে থাবার ছাপও। এরপরই কোমর বেঁধে আসরে নামেন বন দফতরে কর্মীরা।
আনা হয় খাঁচা...খাঁচার মধ্যে টোপ হিসেবে মুরগি...কিন্তু, দু’দিন ধরে এই খাঁচা পড়ে আছে খাঁচার মতো...বাঘের আর দেখা নেই।
এরই মধ্যে মঙ্গলবার সকালে, গ্রামবাসীরা ফের জঙ্গলের মধ্যে বাঘের থাবার ছাপ দেখেন।
একটি নয়, দুটি....খাঁচা যেখানে রাখা, তার থেকে দুশো মিটার দূরেই বাঘের পায়ের ছাপ।
গত রবিবার যে জায়গায় থাবার ছাপ দেখা গিয়েছিল, তার থেকে একশো মিটারের মধ্যেই আবার।
এই জোড়া থাবা মল্লারপুরের বাসিন্দাদের মনে আতঙ্কের থাবা বসিয়েছে।
এ দিন ফের খবর দেওয়া হয় পুলিশ এবং বন দফতরকে। বন দফতরের আধিকারিকরা জঙ্গলে গিয়ে বাঘের থাবার ছাপ খতিয়ে দেখেন। কিন্তু, বাঘের দেখা নেই। খাঁচার মধ্যে বসে রয়েছে জোড়া মুরগি।