হাওড়া: স্টেশনের দাবিতে ঝাড়খণ্ডের কোকপাড়া ও ধলভূমগড় স্টেশনের মাঝে রেল অবরোধ। চূড়ান্ত দুর্ভোগের শিকার যাত্রীরা। সকাল ৬টা ৪৫ মিনিট থেকে অবরোধ শুরু হয়।  অবরোধ ওঠে সকাল সাড়ে নটায়। এর জেরে বিপর্যস্ত হয়ে পড়ে দক্ষিণ-পূর্ব রেলের টাটানগর-খড়গপুর শাখায় ট্রেন চলাচল।

আপ ও ডাউন লাইনে বিভিন্ন দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। ঘাটশিলা স্টেশনে দাঁড়িয়ে পড়ে ডাউন স্টিল এক্সপ্রেস। ডাউন গোরখপুর-শালিমার এক্সপ্রেস রাকাবন স্টেশনে দাঁড়িয়ে যায়। টাটানগর স্টেশনে আটকে ছিল ডাউন কুরলা-শালিমার এক্সপ্রেস। ডাউন হাওড়া-আমদাবাদ এক্সপ্রেস চক্রধরপুর স্টেশনে দাঁড়িয়ে ছিল। অন্যদিকে, আপ খড়গপুর-টাটানগর প্যাসেঞ্জার চাকুলিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকে । আপ ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেসও কোকপাড়া স্টেশনে আটকে পড়ে।