বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও কলকাতা: রাম নবমীর মিছিলে ত্রিশূল হাতে হাঁটায়, লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের। অস্ত্র আইনে মামলা রুজু। পশ্চিম মেদিনীপুরে এফআইআর হল দিলীপ ঘোষের বিরুদ্ধে।
রবিবার, খড়গপুরে তরোয়াল ও গদা নিয়ে মিছিল করেন বিজেপির রাজ্য সভাপতি। এর প্রেক্ষিতেই, দিলীপ ঘোষ-সহ ৩-৪ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে প্রকাশ্য জমায়েতে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি (১৫৩-AA), পুলিশের নির্দেশ অমান্য (১৮৮) এবং অস্ত্র আইনের ২৫ নম্বর ধারায় মামলা রুজু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ জানান, পুলিশকে মমতা নির্দেশ দিয়েছে, তাই মামলা করল।
শুরুটা হয়েছিল শনিবার থেকে। তারপর রবি এবং সোমবার। পরপর দু’দিন! রামনবমী উপলক্ষ্যে রাজ্যজুড়ে দেখা যাচ্ছে অস্ত্রের ঝনঝননানি! কোথাও নেতারা অস্ত্র ধরছেন! কোথাও আবার নেতাদের মিছিলে অস্ত্র নিয়ে অন্যদের হাঁটতে দেখা যাচ্ছে!
রবিবার রামপুরহাটে হিন্দু জাগরণ মঞ্চের মিছিলে পুলিশের সামনেই ত্রিশূল ধরেন লকেট চট্টোপাধ্যায়! অস্ত্র নিয়ে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর গলায় ছিল সাফাইয়ের সুর! বলেন, ত্রিশূল কোনও অস্ত্র নয়।
কিন্তু প্রশাসন কড়া পদক্ষেপ নিল। লকেটের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল রামপুরহাট থানা। বেআইনি জমায়েত, ভীতি প্রদর্শন, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় অভিযুক্ত বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী।
লকেট অবশ্য অস্ত্র নিয়ে হাঁটার প্রশ্নে এখনও অনড়। সেইসঙ্গে তৃণমূল এবং পুলিশের দিকেও প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। বলেছেন, ত্রিশূল নারীশক্তি জাগ্রত করতে। নারী শক্তির প্রতীক। এটা অস্ত্র নয়। পুলিশের সামনে দিয়েই তো মিছিল করেছি কই পুলিশ তো কিছু করল না! পারলে অর্জুন সিংহকে গ্রেফতার করুক।

তৃণমূল পাল্টা লকেটের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে। বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কটাক্ষের সুরে বলেন, পাগলি, নাহলে ত্রিশূল নিয়ে মন্দিরে ঘোরে। লকেটের পাশে দাঁড়িয়ে পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ বলেন, লকেটকে ওরা দুর্গা ভেবেছে। তাই কেস করেছে।
সিপিএম অবশ্য মনে করছে, বিজেপি নেত্রীর বিরুদ্ধে তৃণমূল সরকারের পুলিশের এফআইআর লোকদেখানো! রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, কী হবে অভিযোগ করে। ব্যবস্থা নিতে হবে। ওরা তো সব একসঙ্গে করছে!