সুনীত হালদার, হাওড়া: মৎস্য মারিব খাইব সুখে! এখন এই ছবি হাওড়ার বিস্তীর্ণ এলাকায়। জাল ফেলার কষ্ট নেই, হাতেই ধরা পড়ছে কেজি কেজি মাছ! ভেটকি, ভোলা, ট্যাংরা থেকে গলদা চিংড়ি! বড় বড় মাছ চলে আসছে তীরবর্তী এলাকায়। গত তিন দিন ধরে সেই সব মাছ ধরছেন হাওড়ার উলুবেড়িয়ার কালশাপা, ফুলেশ্বর, জগদীশপুর, বাঁশতলা থেকে হীরাগঞ্জ-সহ প্রায় ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা। শুধু তাই নয়, গঙ্গায় প্রচুর মরা মাছও ভেসে উঠছে। মাছ ধরার হিড়িক পড়ে গিয়েছে এলাকায়। এই ছবি দেখে উদ্বেগে পরিবেশপ্রেমীরা। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করছেন তাঁরা।


কিন্তু কেন এমন পরিস্থিতি? কেন মাছেরা ভিড় করছে পাড়ের দিকে? বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় হুগলি নদীতে ডুবে যায় একটি ফ্লাই অ্যাশ বোঝাই বাংলাদেশি বার্জ। নদীতে ছড়িয়ে পড়া ছাই থেকে দূষণ ছড়ানোয় মাছ পাড়ে চলে আসছে বলে দাবি স্থানীয়দের। খবর পেয়ে আজ ঘটনাস্থলে আসেন মত্স্য দফতরের আধিকারিকরা। এলাকা পরিদর্শনের পাশাপাশি, গঙ্গার জলের নমুনা সংগ্রহ করেন তাঁরা। মত্স্য দফতরের আধিকারিক স্বপন সাহা জানিয়েছেন, ‘কী কারণে মাছ ভেসে আসছে, তা জল পরীক্ষার পরই জানা যাবে।’