কলকাতা: করোনার দ্বিতীয় ডোজ কোথায় মিলবে? হয়রানি রুখতে এবার হাসপাতালের তালিকা প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দফতর। বুধবার একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মিলবে টিকা। রাজ্যের বেসরকারি হাসপাতালে বন্ধ টিকাকরণ।


এই পরিস্থিতিতে প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ কোথায় মিলবে? এনিয়ে তৈরি হয়েছে সংশয়। তার প্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। দ্বিতীয় ডোজ কোন সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে পাবেন, তা এই বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে জানানো হয়েছে। এক্ষেত্রে যাঁরা প্রথম ডোজ বেসরকারি হাসপাতালে নিয়েছিলেন তাঁরাও কোথায় যাবেন বলে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রথম ডোজের সার্টিফিকেট ও পরিচয়পত্র দেখালেই মিলবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ।


দেশজুড়ে শুরু হয়েছে তৃতীয় দফার টিকাকরণ। এই পর্যায়ে ১৮ থেকে ৪৪ বছরের ব্য়ক্তিরাও টিকা পাবেন। তবে বিভিন্ন কারণেই টিকা নিতে চরম হয়রানির শিকার হতে গ্রাহকদের। কেউ প্রথম দফার টিকা পাচ্ছেন না, কেউ আবার দ্বিতীয় দফার টিকার জন্য হন্যে হয়ে ঘুরছে। বুধবার দ্বিতীয় ডোজ নিয়ে স্বাস্থ্য দফতরের নির্দেশিকার পরেও হয়রানির ছবি সল্টলেকের মাতৃসদনে।


রাজ্যে তথা দেশে পর্যাপ্ত কোভিড টিকার জোগান নেই। এই পরিস্থিতিতে সোমবার রাজ্যের মুখ্য সচিব দ্বিতীয় ডোজ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেই মতো কোথায় কোথায় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে তার তালিকা মঙ্গলবার প্রকাশ করেছে রাজ্য সরকার। আজ থেকেই সরকার নির্ধারিত টিকাকেন্দ্রে বিনামূল্যেই মিলবে কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। 


শুধু কলকাতাই নয়, জেলার ক্ষেত্রে ওসরকারি হাসপাতালগুলিতে টিকা পাওয়া যাবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা বিধাননগর, নিউটাউনের ক্ষেত্রে এলাকা ভিত্তিক অঞ্চল ভাগ করা হয়েছে। এখানে পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতেই টিকার দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।


তবে জানানো হয়েছে, কোভশিল্ড ও কোভ্যাক্সিন একই জায়গায় মিলবে না। দুটি টিকা নিতে দুটি আলাদা নির্ধারিত কেন্দ্রে যেতে হবে। উল্লেখ্য, সরকার প্রথম ডোজের প্রমাণপত্র এবং আধারকার্ডের মতো যেকোনও একটি পরিচয় পত্র সঙ্গে রাখলেই দ্বিতীয় ডোজ মিলবে।