মনোজ বন্দ্যোপাধ্যায়, সমীরণ পাল ও বিটন চক্রবর্তী, দুর্গাপুর, বনগাঁ ও নন্দীগ্রাম: সর্বকালীন রেকর্ড গড়ে কলকাতায় সেঞ্চুরি করেই ফেলল পেট্রোল। দেশজোড়া প্রতিবাদের মধ্যে ফের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দাম বাড়াল পেট্রোল, ডিজেলের। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে হল ১০০ টাকা ২৩ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে ২৩ পয়সা। নতুন দাম হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা।  এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। জ্বালানির দাম এতটা বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়তে পারে বাজারে।  পণ্য পরিবহণের খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা। জ্বালানির এই বিপুল বোঝায় মাথায় হাত মধ্যবিত্তের।  


রাজ্যের অন্যান্য অঞ্চলগুলির পাশাপাশি দুর্গাপুরেও পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁল। বুধবার পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ১০০ টাকা ৮ পয়সা। তার আগে মঙ্গলবার পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ৯৯ টাকা ৬৯ পয়সা। ডিজেলের দাম যদিও একই রয়েছে, ৯২ টাকা ১৪ পয়সা। এদিকে, রাতারাতি দাম বেড়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। বুধবার পেট্রোল পাম্পে তেল ভরতে এসে গ্রাহকরা বলেন, ‘সরকার আমাদের জন্য ভাবছে না। এইভাবে চলতে থাকে, তাহলে এবার না খেতে পেয়ে মরতে হবে।’ জ্বালানির দাম বেড়ে যাওয়ায় কেউ কেউ দুষলেন কেন্দ্রীয় সরকারকে।


পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার বনগাঁ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক সাইকেল মিছিলের আয়োজন করা হয়। বনগাঁ সোনালী মাঠ থেকে শুরু হয়ে বনগাঁ ১নং রেলগেটে শেষ হয়। বনগাঁর সব ওয়ার্ডের সকল স্তর মিলিয়ে প্রায় ২০০ জন তৃণমূল যুব কংগ্রেস কর্মী সাইকেল নিয়ে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন।


রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামেও পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়াল। আর তারই প্রতিবাদে পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখাল নন্দীগ্রাম ব্লক যুব তৃণমূল কংগ্রেস। বুধবার নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর, তেখালিতে পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ১০০ টাকা ৭ পয়সা। ডিজেলের দাম ছিল লিটার প্রতি ৯২ টাকা ৩২ পয়সা। মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দাম ছিল লিটার প্রতি যথাক্রমে ৯৯ টাকা ৬৮ পয়সা এবং ৯২ টাকা ৯ পয়সা। পেট্রোলের দাম বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছে তৃণমূল। যা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।