কলকাতা: রাজ্যে জারি কার্যত লকডাউন। আর এর মধ্যেই ফের বাড়ল সংক্রমিতের সংখ্যা। বুধবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। গতকাল সংখ্যাটি ছিল ৯৬২। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৮,২২৩ জন। ৭ জুলাই-এর হিসেব অনুযায়ী এ দিন রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৬,৬৫৫ জন।
সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের। এ নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭,৮৫০ জন। অন্যদিকে এই সময় পর্বে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১,৫৮৬ জন। সবমিলিয়ে এ পর্যন্ত করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১৪,৭৩ ৭১৮ জন। ৭ জুলাই-এর বুলেটিন অনুযায়ী সুস্থতার হার ৯৭.৭১ শতাংশ।
মঙ্গলবারও রাজ্যে করোনা সংক্রমণ ছিল ৯০০-র নিচে। এ দিন স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে ১ দিনে করোনা সংক্রমিত হয়েছিলেন সংখ্যা ৯৬২ জন। ৬ জুলাই-এর হিসেব অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে করোনার অ্যাক্টিভ কেস ছিল ১৭,২৭৫। ওই সময় পর্বে করোনা সংক্রমিত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১৭ জনের। মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী এ দিন রাজ্যে সুস্থতার হার ছিল ৯৭.৬৭ শতাংশ, বুধবার যা সামান্য বেড়েছে।
মঙ্গলবারের তুলনায় বুধবার আক্রান্তের সংখ্যা বাড়লেও কয়েকটি ঘটনা আশা জাগাচ্ছে। যেমন বেহালার ঘটনা। একজনের বয়স ৯৪, আরেক জনের ৭৯। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বেহালার প্রবীন দম্পতি। তাঁরা এখন অন্যদের অনুপ্রেরণা। ন’দিনের মাথায় সুস্থ হয়ে বাড়ি ফেরেন ইলা সেনগুপ্ত। আর দু সপ্তাহ পর, কোভিডকে হারিয়ে, জীবনযুদ্ধে জিতে ফেরেন তাঁর স্বামী, ১০০ ছুঁইছুঁই বিভূতিভূষণ সেনগুপ্ত।
তবে দেশে ফের বাড়ল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৩০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৭৩৩। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪ হাজার ২১১ জনের।
মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬ লক্ষ ৬৩ হাজার ৬৬৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৫৯ হাজার ৯২০। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৭ লক্ষ ৯৯ হাজার ৫৩৪ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪৭ হাজার ২৪০।