সাগর: চলতি গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে উপকূলরক্ষী বাহিনী। এর মধ্যে উল্লেখযোগ্য হল সমুদ্রে, বিশেষ করে সৈকত লাগোয়া অঞ্চলে হোভারক্র্যাফট মোতায়েন করে নজরদারি চালাচ্ছে বাহিনী। এই হোভারক্র্যাফট হল একটি উভযান। অর্থাৎ, এই যান জল এবং স্থল-- উভয় জায়গায় সমান স্বাচ্ছন্দ্যের সঙ্গে চলতে পারে। বলাই বাহুল্য এই যান চালাতে বিশেষ দক্ষতার প্রয়োজন। উপকূলরক্ষী বাহিনীতে বর্তমানে এই ধরনের যানের বহু পাইলট রয়েছেন। যাঁদের পোশাকী নাম -- হোভার পাইলট। এর মধ্যে ৭ জন মহিলা। এই সাতজনের মধ্যে আবার দুজনের পোস্টিং হলদিয়ায়। সর্বোপরি, এই দুজনই এখন গঙ্গাসাগর মেলায় হোভারক্র্যাফট নিয়ে দিনরাত সমুদ্রে পাড়ি দিচ্ছেন। এই দুই বীরাঙ্গনার মধ্যে একজন শ্রুতি মোহন জৈনপুর এবং দ্বিতীয়জন স্নেহা কাটিয়াত। শ্রুতি ও স্নেহা দুজনই বর্তমানে বাহিনীর ১৮৮ স্কোয়াড্রনে অ্যাসিস্টেন্ট কমান্ডান্ট পদে কর্মরত। আদতে মুম্বইয়ের বাসিন্দা শ্রুতি। প্রাথমিক পড়াশোনা সেখানেই। এরপর চেন্নাই থেকে তথ্যপ্রযুক্তি নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক লাভ করেন। কিন্তু, ছোটবেলা থেকেই ইউনিফর্মের প্রতি ভালবাসা ছিল শ্রুতির।
গঙ্গাসাগরে পুণ্যার্থীদের সুরক্ষা সামলাচ্ছেন উপকূলরক্ষী বাহিনীর দুই মহিলা হোভার-পাইলট
Susanta Das, ABP Ananda | 14 Jan 2019 08:56 PM (IST)