নৈহাটি: নৈহাটির হাজিনগরে পেপার মিলের বর্জ্যের ট্যাঙ্ক মেরামত করতে গিয়ে ৬ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হল। ট্যাঙ্কের ভিতরে বিষাক্ত গ্যাসের প্রভাবেই মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। জানা গিয়েছে, গতকাল বিকেলে মিলের বর্জ্য ট্যাঙ্ক মেরামতিতে যান কয়েকজন শ্রমিক। এর মধ্যে উদয় রাজ ও মিঠুন প্রজাপতি নামে ২জন ট্যাঙ্কের ভিতরে ঢোকেন। দীর্ঘক্ষণ পরেও তাঁরা উঠে না আসায় একে একে নীচে নামেন মহম্মদ নাজিম সহ আরও ৪ শ্রমিক। কেউই উঠে না আসায় হইচই পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা। ৬ শ্রমিককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। পরে মারা যান আরও ২ জন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মিলের বাইরে মোতায়েন করা হয় পুলিশ ও কমব্যাট ফোর্স।