দুর্গাপুর: দুর্গাপুর ব্যারেজে এক নম্বর গেট বেঁকে যাওয়ায় বিপত্তি। জলের চাপে গেট পুরোপুরি ভেঙে পড়লে বড় সড় বিপদের সম্ভাবনা।

আজ ভোর ৫টা নাগাদ চ্যানেল থেকে ওই গেটটি বেঁকে কিছুটা বাইরের দিকে বেরিয়ে আসে। ফলে হু হু করে বেরিয়ে যাচ্ছে জল। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সেচ দফতরের আধিকারিকরা। নিয়ে আসা হয় ২টি ক্রেন। সূত্রের খবর, গেটটির অবস্থানগত কারণে এখনও সেখানে মেরামতির কাজ শুরু করা যায়নি। মেরামতির জন্য ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন সেচ দফতরের আধিকারিকরা। অত্যাধুনিক যন্ত্র নিয়ে এসে ক্ষতিগ্রস্ত গেট দ্রুত মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে।