বাঁকুড়া: কার্যত লকডাউন পরিস্থিতি শিথিল হতেই বাঁকুড়ায় বিনা মাস্কে, দূরত্ব বিধি উড়িয়ে চলছে জমায়েত, আড্ডা। নির্দিষ্ট সময়ের পরেও খোলা দোকান, বাজার। সরকারের নির্দেশ পেয়ে তত্পর হল জেলা প্রশাসন। গতকাল মহকুমা শাসক ও রাতভর বাঁকুড়া শহরজুড়ে চলে নাকা চেকিং। বিধিভঙ্গের অভিযোগে ২০ জনকে আটক করা হয়।
৬৮ দিন পর বাংলায় এক অঙ্কে নেমে এল দৈনিক মৃত্যু। প্রায় তিন মাস পর কলকাতায় করোনায় মৃত্যু শূন্য। মৃতের সংখ্যা শূন্য বাঁকুড়াতেও। একদিনে আক্রান্ত ৭২ জন। কিন্তু রাজ্যের সব জায়গায় ছবিটা এক নয়। চিন্তা বাড়িয়ে সংক্রমণে ফের শীর্ষে উঠে এসেছে দার্জিলিং। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই, নৈশপার্টি নিয়ে বাড়ছে উদ্বেগ। পার্ক হোটেল, হোটেল হিন্দুস্তানের পর এবার শিলিগুড়িতেও বিধি ভেঙে পার্টি করার অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে রাতে বেরোনোর ক্ষেত্রে আরও কড়া ব্যবস্থা নিল রাজ্য প্রশাসন। প্রত্যেক জেলাশাসককে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন, রাত ৯ থেকে ভোর ৫টা পর্যন্ত কঠোরভাবে বিধিনিষেধ প্রয়োগ করতে হবে। প্রয়োজনে বাড়াতে হবে নাকা চেকিং। বিধি ভাঙলে আইন অনুযায়ী পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশিকা পাওয়ার পরই তৎপর হয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন। গতকাল রাতে মহকুমা শাসক ও বাঁকুড়া শহরজুড়ে চলে নাকা চেকিং করা হয়। বিধি ভঙ্গের অভিযোগও উঠেছে। নির্দিষ্ট সময়ের পর খোলা ছিল দোকান, বাজার। সূত্রের খবর, এই অভিযোগে মোট ২০ জনকে আটক করা হয়।
উল্লেখ্য, আগেই বাঁকুড়ায় পর্যটকদের জন্য নিয়ম বিধি জারি করা হয়েছে। কারণ সংক্রমণ কমতেই ভিড় বাড়ছে পর্যটন কেন্দ্রগুলিতে। মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ববিধি বজায় রাখার উপর নির্দেশিকা জারি করেছে বাঁকুড়া জেলা প্রশাসন। হোটেলগুলিতে থাকতে হলে আরটিপিসিআর টেস্ট ও ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার জেলাশাসক কে রাধিকা আইয়ার এই নির্দেশিকা জারি করেছেন। একই সঙ্গে সব ধরণের কোভিড নির্দেশিকা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।