সমীরণ পাল, গাইঘাটা: চাকরি দেওয়ার নামে প্রতারণার পাশাপাশি হাতিয়েছেন কোটি কোটি টাকা। এমনই অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার গাইঘাটা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কারগরি কর্মাধ্যক্ষ ধ্যানেশ নারায়ণ গুহ-র বিরুদ্ধে।
একসময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতার বিরুদ্ধে অভিযোগ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি থাকাকালীন চাকরি নেওয়ার নামে প্রতারণা করে লোকের থেকে ধারের নামে মোটা টাকা হাতিয়েছেন তিনি।
টাকা ফেরতের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে ঠাকুরনগরে ধ্যানেশ নারায়ণ গুহ-র বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালেন প্রতারিত বাসিন্দারা।
এক প্রতারিত বাসিন্দার দাবি, চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিল। অনেকের কাছ থেকে টাকা নিয়ে কোটি কোটি টাকা হাতিয়েছে। আমরা চাই টাকা ফেরত দেওয়া হোক।
সূত্রের খবর, একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ধ্যানেশ নারায়ণ গুহ। লোকমুখে শোনা যায়, বিধানসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যের পর থেকেই বিজেপির সংসর্গ ত্যাগ করেছেন তিনি।
এদিনের ঘটনার পিছনে তৃণমূলের দিকে আঙুল তুলেছে ধ্যানেশ নারায়ণ গুহর পরিবার। বিক্ষোভের পিছনে স্থানীয় তৃণমূল নেতা নরোত্তম বিশ্বাসের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলেছেন ধ্যানেশের স্ত্রী। কণা গুহ। তিনি বলেন, হঠাৎ কেন আজ এসব অভিযোগ হচ্ছে? নরোত্তম বিশ্বাসের নেতৃত্বে এগুলি করা হচ্ছে। একটা বৃহত্তর চক্রান্ত চলছে। কতগুলি দুষ্কৃতী নিয়ে এই কাজগুলো ঘটাচ্ছে।
যার দিকে অভিযোগের আঙুল তুলেছে ধ্যানেশ নারায়ণের পরিবার সেই নরোত্তম বিশ্বাস সব অভিযোগ অস্বীকার করে প্রতারিতদের টাকা ফেরতের দাবি তুলেছেন। নরোত্তমের আরও দাবি, তাঁর থেকেও টাকা ধার করেছিলেন ধ্যানেশ নারায়ণ।
তিনি বলেন, যে মানুষগুলো প্রতারিত হয়েছে তাদের দুষ্কৃতী বলার সাহস উনি পাচ্ছেন কোথা থেকে? এরপর সাধারণ মানুষের টাকা ফেরত দিক ধ্যানেশ গুহ। আমার কাছ থেকেও বহু টাকা ধার করেছে।
পুলিশ সূত্রে খবর, গাইঘাটা থানায় একাধিক মামলা রয়েছে ধ্যানেশ নারায়ণ গুহর বিরুদ্ধে। মাস খানেক ধরে খোঁজ নেই ধ্যানেশের। বনগাঁ মহকুমা আদালত তাঁর নামে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে।