হবিবপুর:  মালদার হবিবপুর থানা এলাকার দেবিপুর গ্রামে চতুর্থ শ্রেণির ছাত্রীর মাথায় লোহার রড দিয়ে আঘাতের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ওই ছাত্রী। পাশের বাড়িতে খেলতে গিয়েছিল ছোট্ট মেয়েটা...নিশ্চিন্তে বাড়ির কাজ করছিলেন মা...হঠাৎ রক্তাক্ত অবস্থায় ছুটে এসে মাকে জড়িয়ে ধরল মেয়ে...সঙ্গে অঝোরে কান্না।


খেলতে গিয়ে পড়ে মাথা ফাটিয়েছে মেয়ে সীমা চৌধুরী...প্রথমে সে কথাই ভাবছিলেন মা সন্তোষী...তাঁর দাবি, হঠাৎ ফুঁপিয়ে ফুঁপিয়ে মেয়ে বলে ওঠে, খেলার সময় হঠাৎ তার সাইকেলে বমি করে দিয়েছিল পাশের বাড়ির বন্ধু দেবা চৌধুরী। সেকথা জানাতে বন্ধুর মায়ের কাছে গিয়েছিল সে। কিন্তু, পরিণাম হয় উল্টো।

অভিযোগ, লোহার রড দিয়ে সজোরে সীমার মাথায় আঘাত করেন দেবার মা নমিতা চৌধুরী।

শুক্রবার বিকেলের এই ঘটনা ঘিরে মালদার হবিবপুর থানার দেবীপুর গ্রামে, দুই প্রতিবেশীর পরিবারের মধ্যে বিবাদ তুঙ্গে ওঠে। রাতেই নমিতা চৌধুরীর বিরুদ্ধে হবিবপুর থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত শিশুর মা। পলাতক অভিযুক্ত। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ১০ বছরের সীমা।