জলপাইগুড়ি: খাতা দিতে দেরি। পরীক্ষার্থীকে বেত দিয়ে বেদম মারের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। বেতের ঘায়ে দশম শ্রেণির ছাত্রীর হাত ফেটে রক্ত! ঘটনাস্থল জলপাইগুড়ির ময়নাগুড়ি।


পরিবারের দাবি, শুক্রবার সাপটিমাড়ির এই স্কুলে দশম শ্রেণির ভুগোল পরীক্ষা ছিল। কিন্তু সময়ে খাতা জমা দিতে পারেনি ওই ছাত্রী। অভিযোগ, পরে দিতে গেলে তা ছুঁড়ে ফেলে দেন নরেশচন্দ্র অধিকারী নামে এক পার্শ্বশিক্ষক। দ্বিতীয়বার অনুরোধ করলে ছাত্রীকে বেত দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বেতের ঘায়ে ছাত্রীর বাঁ হাত ফেটে রক্তক্ষরণ হতে শুরু করে।

ময়নাগুড়ি হাসপাতালে চিকিৎসার পর ছাত্রীকে বাড়ি নিয়ে যাওয়া হয়। যদিও, এব্যাপারে এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।