কোচবিহার: ফের বিতর্কে কোচবিহারের বাবুরহাটের সরকারি হোম। নাবালিকা আবাসিকের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনার জেরে অপসারিত হোমের সুপার।

মাত্র কয়েক মাস আগে, আবাসিক ২ নাবালিকাকে লাগাতার ধর্ষণের ঘটনা সামনে এসেছিল। অন্তঃস্বত্বা হয়ে পড়েছিল একজন! এবার সেই সরকারি হোমেই আরেক নাবালিকা আবাসিকের রহস্যমৃত্যু! ফের শিরোনামে কোচবিহারের শহিদ বন্দনা স্মৃতি মহিলা আবাসন!

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে ওয়ার্ডেনরা হোম পরিদর্শন করছিলেন। সেইসময় শৌচাগারের মধ্যে ১৩ বছরের ওই নাবালিকার ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। ২০১৩ সালে নাগরাকাটা থেকে তাকে হোমে আনা হয়েছিল। ঘটনার পর হোমের সুপার সুপর্ণা বর্মনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আবাসিকের রহস্যমৃত্যুর তদন্ত করতে এদিন হোম পরিদর্শনে যান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার এক অফিসার।

সম্প্রতি কোচবিহারের এই সরকারি হোমেই ২ নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে। লাগাতার অত্যাচারের জেরে অন্তঃস্বত্তা হয়ে পড়েছিল এক জন। অভিযুক্ত সাফাইকর্মী কচুয়া মিঞার জেল হেফাজত হওয়ার পাঁচ দিন পর প্রকাশ্যে আসে এই চাঞ্চল্যকর খবর। তারপর হোমের মধ্যে থেকে উদ্ধার হল আবাসিকের ঝুলন্ত দেহ!