আসানসোলের প্রশাসনিক কর্তাদের সঙ্গে রাজ্যপালের বৈঠক
ABP Ananda, Web Desk | 31 Mar 2018 08:37 AM (IST)
আসানসোল: আসানসোল পৌঁছে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা চলেছে। বৈঠকে ছিলেন স্থানীয় পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মীনা, জেলাশাসক শশাঙ্ক শেঠি ও আইজি রাজীব মিশ্র। রাজভবন সূত্রের খবর, রাজ্যপাল ফের আসানসোল-রানিগঞ্জ যেতে চাওয়ায় এবার আর আপত্তি জানায়নি নবান্ন। প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন জায়গা তাঁর ঘুরে দেখার কথা। বেলা এগারোটা নাগাদ আসানসোলের সার্কিট হাউসে পৌঁছন রাজ্যপাল। আসানসোলের যে জায়গাগুলি অশান্ত হয়েছিল, সেগুলি ঘুরে দেখবেন তিনি। সার্কিট হাউসে ফিরে বিশ্রামের পর বিকেলে রানিগঞ্জ যাবেন রাজ্যপাল। সেখানেও বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন তিনি।