কলকাতা: সাইকেল, টেস্ট পেপার, ইউনিফর্ম, জুতো, পাঠ্যপুস্তকের পর সরকারের নয়া সিদ্ধান্ত। রাজ্যের প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য এবার দেওয়া হবে দোলনা।


সোমবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত যেসব প্রাথমিক স্কুলে মাঠ আছে, তাদের দোলনা দেওয়ার কথা ভাবছে সরকার।

শিক্ষা দফতর সূত্রে খবর, ইতিমধ্যে দোলনার বরাত দেওয়া হয়ে গিয়েছে। আর শুধু দোলনা নয়। সেই সঙ্গে প্রাথমিক স্কুলগুলিকে খেলাধুলোর সামগ্রী ঢেঁকি এবং স্লিপ দেওয়ারও উদ্যোগ শুরু হয়েছে।

বিরোধীরা অবশ্য এ প্রসঙ্গেও টাকার কথা টেনে খোঁচা দিয়েছে সরকারকে। কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়ার প্রশ্ন, এরজন্য সরকার <টাকা দিতে পারবেন তো?

সরকার সূত্রে পাল্টা দাবি, পড়ুয়াদের আরও বেশি করে স্কুলমুখী করতেই এই উদ্যোগ। যদিও, শিক্ষাবিদদের অনেকে বলছেন, স্কুলে প্রথম কাজ তো পড়াশোনা! স্কুলে স্কুলে যেখানে শিক্ষকের আকাল, এমনকী, মাধ্যমিকে যেখানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে কাজ চালানোর কথা বলতে হচ্ছে, সেখানে দোলনা দিয়ে কি সব সমস্যা সমাধান হবে?

শিক্ষা দফতর সূত্রে খবর, এখন প্রাথমিক ও মাধ্যমিকে  শিক্ষকের শূন্য পদ ৪০ হাজার ৭০৩। কিছুদিনের মধ্যে সংখ্যাটা ৬০-৬৫ হাজারে চলে যাবে। সূত্রের খবর, আদালতে শিক্ষক নিয়োগের মামলা নিয়ে আইনজবীদের সঙ্গে কথা বলছে সরকার। এসএসসি ও টেট-এর ফল প্রকাশের অনুমতি চেয়ে স্কুলশিক্ষা দফতরের তরফে কেন্দ্রকে চিঠিও পাঠানো হয়েছে।

এদিন শিক্ষামন্ত্রীও বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন, যত শীঘ্র সম্ভব স্কুলে শিক্ষক নিয়োগের করা হবে।

সেইসঙ্গে তাঁর ঘোষণা, যে সব প্রাথমিক স্কুলের মাঠ আছে, তাদের দেওয়া হবে খেলার সরঞ্জাম।