হুগলি: স্বামীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল হুগলির চুঁচুড়ার কাপাসডাঙায়।  অভিযুক্ত গৃহবধূকে লাইট পোস্টে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ।  খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করল পুলিশ।


মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয় গৃহবধূর স্বামী শুভদীপ মিস্ত্রিকে। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন শুভদীপ, জানানো হয় পরিবারের তরফে। আজ হাসপাতালে মৃত্যু হয় শুভদীপের।


ছেলের মৃত্যুর পর তাঁর মায়ের অভিযোগ ,পুত্রবধূ ও তাঁর প্রেমিক বিষ খাইয়ে খুন করেছে শুভদীপকে। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন শুভদীপের স্ত্রী। তাঁর দাবি, যদিও ঘটনার দিন  তিনি ছিলেন না।


এদিকে, উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় দুই সন্তানকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন গৃহবধূ। বৃহস্পতিবার রাতে দেগঙ্গার গম্ভীর গাজি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। দেড় বছরের মেয়ে ও পাঁচ বছরের ছেলেকে নিয়ে বাড়ির পাশে পুকুরে ঝাঁপ দেন বছর তিরিশের গৃহবধূ। আজ সকালে তিনজনের দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা। মৃতের স্বামীকে গ্রেফতার করেছে দেগঙ্গা থানার পুলিশ।


গত কয়েকদিনে পরপর বেশ কয়েকজন গৃহবধূর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। গত ২৪ জুলাই মহিলার পচাগলা দেহ ভেসে আসে দুর্গাপুর ব্যারেজে। এদিন দুর্গাপুর ব্যারেজের ৯ নম্বর লকগেটের কাছে এক অপরিচিত মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এর পরই খবর দেওয়া হয় বড়জোড়া থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় বড়জোড়া থানার পুলিশ ও দুর্যোগ মোকাবিলা বাহিনী। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় মহিলার পচাগলা দেহ উদ্ধার হয় ব্যারেজ থেকে। পুলিশের প্রাথমিক অনুমান, দিন কয়েক আগে শালতোড়া এলাকায় এক মহিলা দামোদরে জলে তলিয়ে যায়। এটি তাঁরই মৃতদেহ বলে মনে করছে পুলিশ। মৃতার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 


অন্যদিকে আরও এক মহিলার দেহ উদ্ধার হয় সেদিনই। বাপের বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার হয় নিখোঁজ গৃহবধূর দেহ। দক্ষিণ দিনাজপুরের তপনের ঘটনা। পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। মৃত গৃহবধূর মা, বাবা ও ভাইকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মালদার শ্বশুরবাড়ি থেকে সম্প্রতি তপনে বাপের বাড়িতে আসেন বছর পঁচিশের এই গৃহবধূ। অভিযোগ, সোমবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। আজ সকালে বাড়ির পাশে পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। শুরু হয় পথ অবরোধ। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।