শিলিগুড়ি: শিলিগুড়ির লেকটাউন এলাকায় রহস্যজনকভাবে মারা গেলেন এক গৃহবধূ। শৌচাগার থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁর স্বামীকে।
মৃতার নাম শিখা চক্রবর্তী। কিছুদিন আগে বাইক দুর্ঘটনায় তাঁর একটি পা বাদ যায়। তারপর থেকে শয্যাশায়ী ছিলেন তিনি। শিখাদেবীর বাপের বাড়ির পরিবারের অভিযোগ, রবিবার সন্ধেয় তাঁর স্বামী শান্তনু চক্রবর্তী ফোন করে তাঁদের স্ত্রীর শৌচাগারে পড়ে যাওয়ার কথা জানান। তাঁর বাড়ি গিয়ে শিখাদেবীর পরিবারের লোকজন তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। ঘটনাস্থলে একটি রক্তমাখা চাটু পড়ে ছিল।
সন্দেহ হওয়ায় স্বামীকে ধরে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, নিহত মহিলা ধৃতের দ্বিতীয় স্ত্রী। কয়েকবছর আগে প্রথম পক্ষের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়। সেইসময় স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হয়। ২ বছর আগে ফের বিয়ে করেন অভিযুক্ত।
শিলিগুড়িতে গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামী গ্রেফতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jun 2017 12:10 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -