সুনীত হালদার, হাওড়া: হাওড়া শহরে দুর্ঘটনা কমাতে হাওড়া সিটি পুলিশের নতুন উদ্যোগ। দুর্ঘটনা কমাতে এবার কার্টুনকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। পুলিশ জানিয়েছে যেহেতু ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয় কার্টুন, তাই ছোট ছোট কার্টুন ফিল্মের ক্লিপ তৈরি করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। তারা হাসি এবং আনন্দের মাধ্যমে ট্রাফিকের নানা নিয়ম জানছেন। এতে ট্রাফিক নিয়ম নিয়ে সচেতনতা বাড়লে দুর্ঘটনা কমতে পারে এমনটাই মনে করছেন ট্রাফিকের দায়িত্বে থাকা অফিসারা।


হাওড়া শহরে এমনিতেই রাস্তাঘাট প্রয়োজনের তুলনায় কম। অথচ দিনদিন গাড়ির সংখ্যা বেড়েই চলেছে। এর পিছনে শহরের এক শ্রেণীর নাগরিকদের মধ্যে হেলমেট ছাড়া বাইক চালানো, বেপরোয়া গাড়ি চালানো, জোরে গাড়ি চালিয়ে ওভারটেক করা অথবা ট্রাফিক নিয়ম না মেনে রাস্তা পেরনোর ফলে দুর্ঘটনা ক্রমশই বাড়ছে। হাওড়া সিটি পুলিশের ট্রাফিক সূত্রে খবর হাওড়ায় ২০১৯ সালে মোট ৩৫৭ টি দুর্ঘটনা ঘটেছিল। যার মধ্যে ১২২ টি  বড় দুর্ঘটনা। ২০২০ সালে মোট দুর্ঘটনা সামান্য কমে দাঁড়ায় ৩১৭, কিন্তু বড় দুর্ঘটনার সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪১।  


যদিও গত দু'বছরে ছোট দুর্ঘটনার সংখ্যা যথাক্রমে ২৩৫ এবং ১৭৬। পুলিশ জানিয়েছে, ২০২০ সালে লকডাউনের কারণে যানবাহন চলাচল কম থাকলেও সেই অনুপাতে দুর্ঘটনা কমেনি। তাই রাজ্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা কমানোর জন্য ছোট ছোট কার্টুন ফিল্মকে হাতিয়ার করা হয়েছে। এই ছবিগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চালানোর পাশাপাশি স্কুল, কলেজ ও সামাজিক অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে দেখানো হচ্ছে। এই ধরনের ক্লিপ দেখে খুশি ছাত্রছাত্রীরাও। খুশি বড়রাও ৷ হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক অর্ণব দাস জানিয়েছেন কার্টুন যেহেতু ছোট থেকে বড় সবাই ভালোবাসে তাই সবার মধ্যে ভাল সাড়া পাওয়া গেছে। কার্টুনের মাধ্যমে ট্রাফিকের নিয়মগুলো বুঝতে এবং মেনে চলতে সাধারণ মানুষের খুব সুবিধা হয়েছে।