কলকাতা: শিবপুর শ্যুট আউট কাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সহ পুলিশের জালে আরও ২ জন। বিহার থেকে এদের গ্রেফতার করে শিবপুর থানার পুলিশ।

গত ১৬ নভেম্বরে শিবপুর রামকৃষ্ণ লেনে প্রকাশ্যে ফিল্মি কায়দায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় মহম্মদ আবদুল্লা নামে এক যুবককে। পুলিশের খাতায় মহম্মদ আবদুল্লার নাম ছিল সমাজবিরোধী হিসেবে। সূত্রের খবর, সাদ্দাম ও মহম্মদ আবদুল্লার দলের মধ্যে লড়াই চলছিল এলাকা দখলের। পুলিশ সূত্রে খবর, গতবছর হাওড়ার সন্ধ্যাবাজার এলাকায় জিজুয়া নামে এক দুষ্কৃতীর খুনে তার নাম জড়ায়। অভিযোগ, সাদ্দামের দলের জিজুয়া নামে এক দুষ্কৃতীকে খুন করে মহম্মদ আবদুল্লা। এর বদলা নিতেই এবং এলাকা দখলে রাখতে খুনের ছক কষে সাদ্দাম ও তার দলবল।

গত ১৬ নভেম্বর বাইকে করে যাবার সময় সাদ্দাম ও তার ৪ সঙ্গী মহম্মদ আবদুল্লাকে গুলি করে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। জখম হয় মহম্মদ আবদুল্লার সঙ্গী শেখ আবদুল্লা ওরফে জাহির। এরপর বন্দুক উঁচিয়ে পালিয়ে যায় তারা।

সিসিটিভি তে ধরা পড়ে চাঞ্চল্যকর সেই ছবি। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ থেকে ৫ দুষ্কৃতীকে সনাক্ত করে পুলিশ। শিবপুর থানায় খুন ও অস্ত্র আইনে মামলা রুজু হয়। পুলিশকে
মহম্মদ আবদুল্লার সঙ্গী জাহির জানায়, খুন করতে দুটি নাইন এম এম ও দুটি ওয়ান শটার বন্দুক ব্যবহার করেছিল সাদ্দামের দলবল।

ঘটনার পর দুষ্কৃতীরা গা ঢাকা দেয় বিহারের প্রত্যন্ত এলাকায়।