স্ত্রীর মৃত্যু, শোকে ‘আত্মঘাতী’ স্বামী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Feb 2018 06:36 PM (IST)
পশ্চিম বর্ধমান: উত্তম-সুচিত্রার অসম্ভব অনুরাগী ছিলেন ওঁরা। একসঙ্গে নিয়েছিলেন পথ চলার শপথ।দুর্গাপুরের সুভাষপল্লির বাসিন্দা এই দম্পতির ৩০ বছরেরও বেশি সময়ের দাম্পত্য জীবনের পথ চলা থামল এক সঙ্গেই। বার্ধক্যজনিত কারণে স্ত্রীর মৃত্যু। সেই শোক সহ্য করতে না পেরেই কি আত্মঘাতী বৃদ্ধ স্বামী? দুর্গাপুরের সুভাষপল্লির বাসিন্দাদের দাবি, মঙ্গলবার সকালে বাগানের গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বছর ৬৮-এর শঙ্কর দে-র দেহ। প্রতিবেশীদের চিৎকারে বাইরে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, পরে বৃদ্ধর ঘরে গিয়ে দেখা যায়, বিছানায় নিথর অবস্থায় পড়ে মৃতের স্ত্রীও। চিকিৎসক এসে জানান অনেক আগেই মৃত্যু হয়েছে প্রৌঢ়ার। এরপর ঘটনাস্থলে আসে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশকর্তারা। বৃদ্ধের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশেরও অনুমান, স্ত্রীর মৃত্যু হয়েছে বুঝতে পারার পরই রাতে বা ভোরের দিকে আত্মঘাতী হন প্রৌঢ়। দম্পতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া....।