কলকাতা: ফের দুর্ঘটনার কবলে বায়ুসেনার প্রশিক্ষণ বিমান। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডাতে।

বায়ুসেনা সূত্রে খবর, এদিন কলাইকুন্ডার বায়ুসেনার ঘাঁটিতে থেকে রুটিনমাফিক উড়ানে যায় একটি ‘হক’ অ্যাডভান্সড জেট ট্রেনার (এজেটি) বিমান।

জানা গিয়েছে, ওড়ার কিছুক্ষণের মধ্যেই তা ভেঙে পড়ে। তবে, উভয় পাইলটই তার আগে বিমান থেকে লাফ মারেন।

বায়ুসেনা সূত্রে খবর, এদিন সকাল ১১টা নাগাদ ওড়ার পরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানে। ফলে, মাঝ-আকাশেই বিকল হয়ে পড়ে বিমানটি। বায়ুঘাঁটির সীমান্তের মধ্যেই তা ভেঙে পড়ে।

এই ঘটনায় কোর্ট অফ এনক্যোয়ারির নির্দেশ দিয়েছে বায়ুসেনা। গত বছর জুন মাসে এখানেই আরও একটি হক ট্রেনার বিমান ক্র্যাশ করেছিল।