শালবনি:  ভাল ব্যবহার পেলে, আরও লগ্নি করবেন শিল্পপতিরা। শালবনিতে জিন্দলদের সিমেন্ট কারখানার উদ্বোধন করে বার্তা মুখ্যমন্ত্রীর। রাজ্যে আরও বিনিয়োগের আশ্বাস। আগামী দিনে ইস্পাত কারখানা চালুরও পরিকল্পনা রয়েছে। জানালেন সজ্জন জিন্দল।


সোমবার জঙ্গলমহলে আখান যাত্রা। আদিবাসী ও মাহাতো সম্প্রদায়ের নববর্ষ। উত্সবের সেই সুরেই শালবনিতে শিল্প-স্বপ্ন পূরণের আনন্দ।

অবশেষে পথ চলা শুরু জিন্দলদের সিমেন্ট কারখানার। এদিন কারখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাজ্যে বিনিয়োগ টানার লক্ষ্যে, শিল্পপতিদের সঙ্গে সহযোগিতার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শিল্পের জন্য বাম আমলে শালবনিতে প্রায় চার হাজার একর জমি নেয় জিন্দল গোষ্ঠী।

শুরুতে ঠিক ছিল ইস্পাত কারখানা হবে। পরে ইস্পাত প্রকল্প স্থগিত করে দেওয়া হয়, ঠিক হয় সিমেন্ট কারখানা তৈরি করবে জিন্দল গোষ্ঠী।

২০১৬ সালের ৬ই জানুয়ারি শালবনিতে প্রস্তাবিত সিমেন্ট কারখানার শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।

তার ২৪ মাসের মধ্যেই ৮০০ কোটি টাকার সিমেন্ট কারখানার উদ্বোধন। দ্রুত কাজ শেষ হওয়ায় খুশি মুখ্যমন্ত্রী।

আগামী দিনে তাদের ইস্পাত কারখানা চালুরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জিন্দল গোষ্ঠীর প্রধান।

জিন্দল গোষ্ঠীর প্রধান সজ্জন জিন্দল আরও বলেন, তিন বছর আগেও লোকে বলত, বাংলার শিল্প করার দরকার নেই। এখন বাংলা উন্নতি করেছে। সরকার সাপোর্ট করছে।

শিল্পের পাশাপাশি রাজ্য সরকার যে কৃষিকেও সমান গুরুত্ব দিচ্ছে, এদিনের অনুষ্ঠান থেকে তা বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার থেকে কলকাতায় শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে শালবনিতে জিন্দলদের সিমেন্ট কারখানার উদ্বোধন করে, মুখ্যমন্ত্রী শিল্পমহলকে বার্তা দিলেন বলেই মত পর্যবেক্ষকদের একাংশের।