আসানসোল: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মর্মান্তিক পরিণতি। পা পিছলে পড়ে ট্রেনের চাকায় ছিন্নভিন্ন হয়ে গেল দ্বাদশ শ্রেণির ছাত্রের দেহ। ঘটনাটি ঘটেছে আসানসোলের সীতারামপুর স্টেশনে।
তাড়াহুড়োর সময় ট্রেন চলে যেতে দেখলে অনেকেই লাফিয়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। কিন্তু, সোমবার সকালে সেই ঝুঁকি নিতে গিয়েই আসানসোলের সীতারামপুর স্টেশনে প্রাণ গেল এক ২০ বছরের তরুণের। মৃতের নাম মহম্মদ সামির। তিনি দ্বাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার সকালে প্ল্যাটফর্ম থেকে তখন বরেলি প্যাসেঞ্জার বেরিয়ে যাচ্ছিল।
কোনওমতে দৌড়ে ট্রেনে উঠতে যান ২০ বছরের সামির। কিন্তু, শেষ মহূর্তে পা পিছলে যায়। চোখের নিমেষে শরীর ঢুকে যায় ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে।
ট্রেনের চাকায় ছিন্নভিন্ন হয়ে যায় ২০ বছরের তরুণের দেহ।
শনিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে কানে ইয়ারফোন লাগিয়ে রেল লাইন পেরনোর সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক ২০ বছরের যুবকের। দু’দিনের মধ্যে আসানসোলে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ফের অসাবধানতার মাসুল দিল আরেক ২০ বছরের তরুণ। কিন্তু, একের পর এক এসব ঘটনা দেখেও কেন সাবধান হচ্ছে না তরুণ প্রজন্ম? প্রশ্নটা তুলছেন অনেকেই।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে চাকায় ছিন্নভিন্ন হয়ে গেল ২০ বছরের তরুণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jan 2018 02:10 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -