উনুন জ্বালাতেই বিস্ফোরণ, বীরভূমে উড়ল বধূর হাত, ঝলসে গেল ছেলে
ABP Ananda, Web Desk | 08 Apr 2018 10:13 AM (IST)
বীরভূম: উনুন জ্বালতেই ফাটল ভেতরে মজুত বোমা। উড়ে গেল নিরপরাধ বধূর হাত, তাঁর ৮ বছরের ছেলেও ঝলসে গেল। এমনই ঘটনার সাক্ষী হল বীরভূমের মল্লারপুরের রুকুনপুর গ্রাম। আহত মহিলার নাম রাবিনা বিবি। বাড়ির লোকেরা জানিয়েছেন, সকালে চা করার জন্য রাবিনা উনুন জ্বালতেই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বাড়ি। উড়ে যায় মহিলার বাঁ হাত। ঝলসে যায় তাঁর ৮ বছরের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু, বাড়িতে উনুনের মধ্যে কীভাবে এল বোমা? খতিয়ে দেখছে পুলিশ।