সুতাহাটা: পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 'প্রেমিক' তার সঙ্গে সহবাস করেছে বলে অভিযোগ এনেছে এক কিশোরী। অন্তঃসত্ত্বা মেয়েটি এবার স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছে।
ওই কিশোরীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 'প্রেমিক' সহবাস করে তার সঙ্গে। এখন সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় চম্পট দিয়েছে ছেলেটি। পাশাপাশি বাড়িতে লোকজন পাঠিয়ে হুমকিও দিচ্ছে।
কেউ তার পাশে না দাঁড়ানোয় অসহায় মেয়েটি স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছে হলদিয়া মহকুমা শাসকের কাছে। তার অভিযোগ, অভিযুক্তর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি সুতাহাটা থানার পুলিশ। যদিও পুলিশের দাবি, অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।
প্রতারণা করেছে ‘প্রেমিক’, পূর্ব মেদিনীপুরে স্বেচ্ছামৃত্যুর আবেদন করল অন্তঃসত্ত্বা কিশোরী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jan 2018 10:32 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -