রানাঘাট: নদিয়ার রানাঘাটে ছেলের বিরুদ্ধে টাকার লোভে বৃদ্ধ বাবাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল আগেই। এবার মৃত্যু হল বৃদ্ধা মায়েরও।

৯০ হাজার টাকায় গাছ বিক্রির টাকা নিয়ে বাবা বৈদ্যনাথ বিশ্বাসের সঙ্গে বিবাদ চলছিল ছোট ছেলে অবোধের। অভিযোগ, শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় বাবার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় অবোধ। পাশেই শুয়ে ছিলেন মা সরস্বতী বিশ্বাস। তাঁর গায়েও আগুন লেগে যায়। গতকাল রাতে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মাকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় অবোধও।

অভিযুক্ত ছেলে বর্তমানে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি। সুস্থ হলে তাকে গ্রেফতার করা হবে বলে পুলিশ জানিয়েছে।