এলাকা দখল নিয়ে গোপালনগর রোডে গোষ্ঠী সংঘর্ষ তৃণমূলের, ভাঙচুর একাধিক পার্টি অফিস, গ্রেফতার ১৫
ABP Ananda, Web Desk | 29 Mar 2018 08:48 AM (IST)
কলকাতা: ফের এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ কলকাতার গোপালনগর রোড এলাকা। উভয়পক্ষের বেশ কয়েকজন এতে আহত হয়েছেন, ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাত ১০টা নাগাদ দক্ষিণ কলকাতা যুব তৃণমূলের সম্পাদক প্রতাপ সাহা ও ৭৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল ব্লক সভাপতি বিপ্লব মিত্রর অনুগামীদের মধ্যে এই সংঘর্ষ হয়। দু’পক্ষ একে অপরের দিকে ইট ছোঁড়ে, ২টি পার্টি অফিসও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি ও বাইক। বিপ্লব মিত্রর অভিযোগ, বন্দুকের বাঁট দিয়ে তাঁকে মারধর করেন প্রতাপ সাহা, ভেঙে দেওয়া হয় তাঁর বাড়ির সিসিটিভি ক্যামেরা। পাল্টা প্রতাপ সাহার পরিবারের অভিযোগ, বিপ্লব মিত্রর অনুগামীরা ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে। পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।