জলপাইগুড়ি: জলপাইগুড়িতে পুলিশের ‘অমনাবিক’ মুখ। স্থানীয় সূত্রে দাবি, বুধবার বিকেলে ময়নাগুড়ির জল্পেশ মোড়ের সার্ক রোডে পথ দুর্ঘটনা ঘটে। বছর ৩৫-এর এক মহিলা পথচারীকে ধাক্কা মারে একটি লরি। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে কাতরাতে থাকেন মহিলা। স্থানীয়দের দাবি, সেই সময় কোচবিহার জেলার কোনও থানার পুলিশের ভ্যান সেখান দিয়ে যাচ্ছিল। এলাকাবাসী পুলিশকে অনুরোধ করেন মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু, পুলিশকর্মীরা তাতে রাজি হননি বলে অভিযোগ। তাঁরা যুক্তি দেখান, এটা অন্য থানা এলাকার ঘটনা। তাছাড়া, মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে গাড়িতে রক্ত লাগবে। তখন খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে ময়নাগুড়ি থানার দূরত্ব গাড়িতে ১০ মিনিট হলেও, পুলিশকে খবর দেওয়ার এক ঘণ্টা পরে তারা ঘটনাস্থলে পৌঁছয়।

ময়নাগুড়ি থানার পুলিশ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ পৌঁছনোর আগেই দমকল মহিলাকে উদ্ধার করে ময়নাগুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। চিকিৎ‍সকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা।