কলকাতা: সূচি অনুযায়ী আগামী বছর লোকসভা নির্বাচন হওয়ার কথা। রাজ্য থেকে সংসদে যত বেশি সম্ভব প্রতিনিধি পাঠাতে ‘ওয়ার্ম আপ’ শুরু করেছে সব পক্ষই। কিন্তু এই মুহূর্তে ঠিক কী ভাবছে বাংলার মানুষ? এবিপি আনন্দ-লোকনীতি সিএসডিএস-এর সমীক্ষায় ইঙ্গিত, জনসমর্থন ক্রমেই বাড়ছে তৃণমূলের! অন্যদিকে, বঙ্গ দখলের স্বপ্নে বুঁদ থাকা বিজেপির মাটি ক্রমেই আলগা হচ্ছে! সমীক্ষায় উঠে এসেছে, এখনই লোকসভা নির্বাচন হলে পশ্চিমবঙ্গে ৪২% ভোট পেতে পারে তৃণমূল। গত বছর মে মাসে এটাই ছিল ৩৭%। অর্থাত, মাত্র ৮ মাসে ৫ শতাংশ জনসমর্থন বেড়েছে রাজ্যের শাসক দলের।
উল্টোদিকে, সমীক্ষার ফল দেখে চিন্তার ভাঁজ পড়তে পারে পদ্ম শিবিরের নেতাদের কপালে! কারণ, এখনই লোকসভা নির্বাচন হলে, রাজ্যের ২৩% মানুষের সমর্থন পেতে পারে বিজেপি।
যদিও ২০১৭ সালের মে মাসে জনসমর্থনের পাল্লা ছিল অনেকটাই ভারী! ২৯ শতাংশ! অর্থাত, মাত্র আট মাসে পশ্চিমবঙ্গে ৬ শতাংশ জনসমর্থন কমেছে বিজেপির!
অনেকেই বলছেন, তাহলে কি উগ্র হিন্দুত্বের স্লোগান, রামনবমীতে প্রকাশ্যে অস্ত্র মিছিল, এসব ভাল চোখে নিচ্ছে না পশ্চিমবঙ্গের মানুষ?
তাৎপর্যপূর্ণ বিষয় হল, কোচবিহার লোকসভা কেন্দ্রের উপ নির্বাচন হোক কিংবা দক্ষিণ কাঁথিতে বিধানসভা উপ নির্বাচন, বামেদের সরিয়ে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এলেও,এবিপি আনন্দ-লোকনীতি সিএসডিএস-এর সমীক্ষায় বিজেপি যেখানে কমছে, সেখানে সামান্য হলেও এ রাজ্যে বাম ও কংগ্রেসের শক্তিবৃদ্ধির ইঙ্গিত মিলছে!
সমীক্ষা বলছে, এখনই লোকসভা নির্বাচন হলে রাজ্যে ২০ শতাংশ ভোট পেতে পারে বামেরা। গত বছরের মে মাসে এটাই ছিল ১৯%।
২০১৭ সালের মে মাসে উঠে এসেছিল, কংগ্রেস বাংলায় পেতে পারে ৯ শতাংশ ভোট। সমীক্ষায় এবার সেটাই বেড়ে হয়েছে ১১ শতাংশ। অন্যান্যদের ক্ষেত্রে ছিল ৬ শতাংশ। এখন কমে হয়েছে ৪ শতাংশ।
মমতায় আস্থা বাড়ছে, এখনই লোকসভা নির্বাচন হলে রাজ্যে ৪২% ভোট পাবে তৃণমূল, বিজেপি ২৩%, ইঙ্গিত এবিপি আনন্দ-লোকনীতি সিএসডিএস সমীক্ষায়
Web Desk, ABP Ananda
Updated at:
25 Jan 2018 08:14 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -