কলকাতা:  এক সপ্তাহের ব্যবধানে দু’বার আগুন। বার বার জেসপের যন্ত্রাংশ চুরি। এই প্রেক্ষিতে এবার মালিক পবন রুইয়াকে সমন পাঠাল সিআইডি।
সিআইডি সূত্রে খবর, আগামী ২৬ তারিখ পবন রুইয়াকে ডেকে পাঠানো হয়েছে ভবানীভবনে। অন্যদিকে, জেসপ কারখানায় চুরির ঘটনার তদন্তে নেমে আরও ৮ জনকে গ্রেফতার করেছে সিআইডি। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে কারখানার ২৮ নম্বর গেটের কাছ থেকে তাদের পাকড়াও করা হয়।
সিআইডি-র দাবি, উদ্ধার হয়েছে একটি ম্যাটাডোর, লোহার যন্ত্রাংশ কাটার ব্লেড, বেশ কিছু চোরাই সামগ্রী ও ৫টি তাজা বোমা। গোয়েন্দাদের দাবি, ধৃতদের মধ্যে মানিকতলার বাসিন্দা বিশাল ওরফে রিকি এবং বাগুইআটির বাসিন্দা সুমিত জয়সওয়াল ওরফে ভিকি-ই চক্রের চাঁই। চুরির জন্য এরা এয়ারপোর্ট থানা এলাকার দোলনগরের বাসিন্দা নূর ইসলামকে দুষ্কৃতী ভাড়া করার বরাত দেয়। সেই মতো নূর ভাড়া করে পেশাদার দুষ্কৃতী, মিঠুন শেখ, সমিত দাস, রুবেল খান ও শেখ সঞ্জীবকে।
গাড়ির চালক সহ ৮জনকেই পাকড়াও করেছে সিআইডি। গোয়েন্দাদের দাবি, অ্যাপ নির্ভর ট্যাক্সি ভাড়া করে কারখানা চত্বরে যেত রিকি ও ভিকি। গাড়িতে বসেই তারা নির্দেশ দিত নূরকে। নূরের নির্দেশে কাজ হাসিল করত চার দুষ্কৃতী। তারপর চার দুষ্কৃতীকে নিয়ে এলাকা ছাড়ত নূর। গাড়ি নিয়ে গন্তব্যে রওনা হত চালক। সব শেষে ভাড়া করা ট্যাক্সি নিয়েই কেটে পড়ত রিকি ও ভিকি।
গেয়োন্দাদের অনুমান, গত এক বছর ধরে এভাবেই যন্ত্রাংশ ও লোহা চুরি হচ্ছে জেসপ থেকে। ধৃতদের বিরুদ্ধে ডাকাতির মামলা রুজু করেছে সিআইডি।
ইতিমধ্যেই, কারখানায় চুরির ঘটনায় পবন রুইয়ার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে দমদম থানার পুলিশ। সেই এফআইআর খারিজের আর্জি জানিয়ে এদিন হাইকোর্টের দ্বারস্থ হন রুইয়া। শুনানি বুধবার।