কলকাতা: রাজ্যের দুই জায়গায় দুই মন্দিরে চুরি ঘিরে চাঞ্চল্য। মেটিয়াবুরুজের থানার মুদিয়ালির হরিসভা মন্দিরে গয়না-সহ প্রায় ৩ লক্ষ  টাকার কাছাকাছি জিনিস চুরির অভিযোগ। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের কোতেয়ালি থানার মানিকপুরে কালী মন্দিরে তালা ভেঙে দেড় লক্ষ টাকার গয়না চুরির অভিযোগ।


এক রাতে দুই জেলায় চুরি! মেটিয়াবুরুজ থেকে মেদিনীপুর, মন্দিরে হানা চোরেদের! খোয়া গেল প্রায় ৫ লক্ষ টাকার অলঙ্কার! শনিবার গভীর রাতে মেটিয়াবুরুজের শতাব্দী প্রাচীন মুদিয়ালি হরিসভা মন্দিরের জানালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতী! সিসি ক্যামেরায় ধরে পড়েছে সেই ছবি। মন্দির কর্তৃপক্ষের দাবি, সোনার গয়না ও নগদ-সহ আনুমানিক তিন লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে। সেবায়েত নিমাই কুণ্ডু বলছেন, ‘রাতে তালা দিয়ে গিয়েছিলাম। সকালে এসে দেখি মন্দিরের ভিতরে লণ্ডভণ্ড অবস্থা। মন্দিরের জানালা দিয়ে ভিতরে ঢুকে চুরি করেছে।’

শনিবার রাতে চুরির ঘটনা ঘটে মেদিনীপুরের মানিকপুরের প্রসিদ্ধ দেড়শো বছরের কালীমন্দিরে। এক্ষেত্রেও দুষ্কৃতীদের গতিবিধি সিসিটিভিবন্দি হয়েছে। মন্দির কর্তৃপক্ষের দাবি, প্রায় দেড় লক্ষ টাকার গয়না চুরি গিয়েছে। মন্দিরের ট্রাস্ট কমিটির সদস্য মলয় রাউত বলছেন, ‘এর আগেও চুরি হয়েছিল। তার পরে সিসিটিভ লাগাই। কিন্তু তার পরেও চুরি।’ দু’টি ঘটনাতেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ।