Nadda Rath Yatra LIVE Updates: ‘ভালো কাজ তো করতে পারবেন না, এবার প্রায়শ্চিত্ত করুন’, লালগড়ে মমতাকে আক্রমণ নাড্ডার

‘বাংলার মাটিতে পরিবর্তন যাত্রার দ্বিতীয় পর্যায়ের সূচনা, মমতার রাজত্বে বাংলার সংস্কৃতি বিপদের মুখে, এই বাংলার পরিবর্তন ঘটিয়ে আসল বাংলা ফেরাতে হবে...’, বলেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 09 Feb 2021 01:14 PM
BJP Parivartan Yatra LIVE: ‘ভালো কাজ তো করতে পারবেন না, এবার প্রায়শ্চিত্ত করুন’, লালগড়ে মমতাকে আক্রমণ নাড্ডার

‘জয় শ্রীরাম স্লোগান দিলেই মমতা রেগে যান। অন্যদিকে তোষণের রাজনীতি করে যাচ্ছেন মমতা। ভালো কাজ তো করতে পারবেন না, এবার প্রায়শ্চিত্ত করুন।’ লালগড়ের সভায় বললেন জেপি নাড্ডা

BJP Parivartan Yatra LIVE: ‘চাল চোর, ত্রিপল চোর, গরু চোর সব বাংলায়’, লালগড়ে নাড্ডা

‘চাল চোর, ত্রিপল চোর, গরু চোর সব বাংলায়। বাংলায় সংস্কৃতির অপমান করছেন মমতা। দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতা মমতা। বিজেপির পরিবর্তন যাত্রা বাংলায় পরিবর্তন আনবে।’ লালগড়ের সভায় বললেন জেপি নাড্ডা

BJP Parivartan Yatra LIVE: ‘মোদিজি টাকা পাঠান, যায় তৃণমূল নেতাদের পকেটে’, লালগড়ে নাড্ডা

‘কিষাণ নিধি প্রকল্পে ১১ কোটি কৃষক সাহায্য পেয়েছেন। বাংলায় ৭৩ লক্ষ কৃষক এই প্রকল্প থেকে বঞ্চিত। বিজেপি ক্ষমতায় এলে কিষাণ নিধির বকেয়া টাকাও পাবেন কৃষকরা। মোদিজি টাকা পাঠান, কিন্তু সেই টাকা গরিবের কাছে পৌঁছয় না। সেই টাকা যায় তৃণমূল নেতাদের পকেটে।’ লালগড়ের সভায় বললেন জেপি নাড্ডা

BJP Parivartan Yatra LIVE: ‘মমতা শুধু বলেন হবে না হবে না, মে মাসে হবে, হবে হবে’, লালগড়ে নাড্ডা

‘আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে লাগু করতে দেননি মমতা। মমতা শুধু বলেন হবে না হবে না, মে মাসে হবে, হবে হবে। মে মাসে বিজেপি ক্ষমতায় আসবে, তখন আয়ুষ্মান প্রকল্প চালু হবেষ’ লালগড়ের সভায় বললেন জেপি নাড্ডা

BJP Parivartan Yatra LIVE: ‘ বাংলায় মানব পাচারের সংখ্যা সবচেয়ে বেশি’, লালগড়ে নাড্ডা

‘বাংলায় আদিবাসী মহিলারা সুরক্ষিত নন। কেন্দ্র কম দামে চাল পাঠায়, রাজ্য দেয় না। শবর জাতির ৮ জন না খেতে পেয়ে মারা গেছেন। বাংলায় মানব পাচারের সংখ্যা সবচেয়ে বেশি।’ লালগড়ের সভায় বললেন জেপি নাড্ডা

BJP Parivartan Yatra LIVE: ‘কাজ করছে শুধু মোদি সরকার, আটকাচ্ছে তৃণমূল সরকার’, লালগড়ে নাড্ডা

‘শুধুই কাটমানি, তোলাবাজি। আমফান ক্ষতিপূরণে বাংলাকে ২০৭৫ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। হাইকোর্ট আমফান দুর্নীতির তদন্তের নির্দেশ দেয়। মমতা সরকার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে। তৃণমূলে মা, মাটি, মানুষের সুরক্ষা নেই। কাজ করছে শুধু মোদি সরকার, আটকাচ্ছে তৃণমূল সরকার।’ লালগড়ের সভায় বললেন জেপি নাড্ডা

BJP Parivartan Yatra LIVE: ‘খুন, খুনের চেষ্টায় রেকর্ড বাংলায়’, লালগড়ে নাড্ডা

‘খুন, খুনের চেষ্টায় রেকর্ড বাংলায়। সরস্বতী পুজো, দুর্গাপুজোর অনুমতি দেয় না বাংলার সরকার। মে মাসে বাংলায় পরিবর্তন হবেই। শুভেন্দু অধিকারীর বাবাকে জঘন্য ভাষায় আক্রমণ ভাইপোর। এটাই কি বাংলার সংস্কৃতি ? বাংলায় অরবিন্দ, রবীন্দ্রনাথ, শ্যামাপ্রসাদের সংস্কৃতি স্থাপিত হবে।’ লালগড়ের সভায় বললেন জেপি নাড্ডা

BJP Parivartan Yatra LIVE:  'বাংলার জন্য ন্যায় করেছেন মোদি, অন্যায় করেছেন মমতা', লালগড়ের সভায় জেপি নাড্ডা

‘বাংলার জন্য ন্যায় করেছেন মোদি, অন্যায় করেছেন মমতা। বাংলায় মায়ের সম্মান নেই, মাটির সুরক্ষা নেই। বাংলায় শুধুই তোলাবাজি, তোষণের রাজনীতি। বাংলায় ১৩০ জন বিজেপি কর্মী খুন হয়েছেন।’ লালগড়ের সভায় বললেন জেপি নাড্ডা

BJP Parivartan Yatra LIVE:  'বাংলায় পরিবর্তন আনতে মনস্থির করেছে বাংলা', লালগড়ের সভায় জেপি নাড্ডা

‘বাংলায় পরিবর্তন আনতে মনস্থির করেছে বাংলা। অনেক বলেছে মমতা, পরিবর্তন চাইছে বাংলা। বাংলার উন্নতি চান নরেন্দ্র মোদি। বাংলায় ফ্রেট করিডোর, রাস্তা, সামাজিক সংস্কার করবেন মোদি।’ লালগড়ের সভায় বললেন জেপি নাড্ডা

BJP Parivartan Yatra LIVE: ‘বাংলাতেই এখন বাকস্বাধীনতা নেই‘, তারাপীঠের সভায় নাড্ডা

‘বাংলায় প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে। বাংলাতেই এখন বাকস্বাধীনতা নেই। আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বাংলার মানুষ বঞ্চিত। বিজেপি ক্ষমতায় এসে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করবে। কিষাণ সম্মান নিধির সুবিধা নিচ্ছেন দেশের ১১ কোটি কৃষক। বাংলার ৭৬ হাজার কৃষক কিষাণ সম্মান নিধি থেকে বঞ্চিত।’ তারাপীঠের চিলার মাঠে বক্তব্য রাখছেন জেপি নাড্ডা।

BJP Parivartan Yatra LIVE: ‘মানুষের মন থেকে মোদিজিকে মোছা যাবে না‘, তারাপীঠের সভায় নাড্ডা

‘মমতা নিজে কিছু করেন না, সব নকল করেন। মোদিজির প্রকল্পের নাম বদলে রাজ্যের বলে চালাচ্ছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়েছে বাংলার আবাস যোজনা। সড়ক যোজনার নামও বদলে দেওয়া হয়েছে। এভাবে মানুষের মন থেকে মোদিজিকে মোছা যাবে না।’ তারাপীঠের চিলার মাঠে বক্তব্য রাখছেন জেপি নাড্ডা।

BJP Parivartan Yatra LIVE: ‘ভাইপো যা বলেছেন তা ভাষায় প্রকাশের নয়‘, তারাপীঠের সভায় নাড্ডা

‘পূর্ব মেদিনীপুরে ভাইপো যা বলেছেন তা ভাষায় প্রকাশের নয়। তোলাবাজি আর কাটমানি ছাড়া তৃণমূলে কিছু নেই। ডায়মন্ড হারবার, ভবানীপুরে গিয়ে কি ভুল করেছি? ভাইপো, হাজার বার ডায়মন্ড হারবার যাব।’ তারাপীঠের চিলার মাঠে বক্তব্য রাখছেন জেপি নাড্ডা।

BJP Parivartan Yatra LIVE: ‘প্রধানমন্ত্রীর হৃদয়ে রয়েছে বাংলা, মমতা এত ভয় কেন পাচ্ছেন?‘, তারাপীঠের সভায় নাড্ডা

‘প্রধানমন্ত্রীর হৃদয়ে রয়েছে বাংলা। মমতা এত ভয় কেন পাচ্ছেন? বাংলায় মানব-পাচার সবথেকে বেশি হয়। অপরাধ এখন বাংলায় সবথেকে বেশি। রাজীব, মুকুলরা সমাজের সেবা করতে চেয়েছিলেন। কিন্তু মমতার মাটিরও চিন্তা নেই, মানুষেরও চিন্তা নেই। এই হল পিসির হাল।’

BJP Parivartan Yatra LIVE: ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বাংলায় বদল আসবে‘, তারাপীঠের সভায় নাড্ডা

‘দুদিন আগে প্রধানমন্ত্রী হলদিয়ায় ৪,৭০০ কোটির প্রকল্প ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বাংলায় বদল আসবে। কলকাতা মেট্রো প্রকল্পে ৮৫০০ কোটির বরাদ্দ হয়েছে। জাতীয় সড়ক বাবদ ৭৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। করোনার সময় কেন্দ্র সরকার রেশন পাঠিয়েছে। সেই রেশন গরিব মানুষ পাননি, তৃণমূলের নেতাদের বাড়িতে পাওয়া গেছে।’ তারাপীঠের চিলার মাঠে বক্তব্য রাখছেন জেপি নাড্ডা।

BJP Parivartan Yatra LIVE: ‘অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা‘, তারাপীঠের সভায় নাড্ডা

‘আজ বাংলায় বহিরাগত তকমা দেওয়া হচ্ছে। ভাই ভাইয়ের মধ্যে লড়াই বাধিয়ে দেওয়া হচ্ছে। এই বাংলার পরিবর্তন ঘটিয়ে আসল বাংলা ফেরাতে হবে। বাড়ি বাড়ি গিয়ে বাংলার মানুষকে জাগাবে বিজেপি। পরিবর্তন যাত্রায় প্রত্যেকের বাড়িতে যাবে বিজেপি। অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা।’ তারাপীঠের চিলার মাঠে বক্তব্য রাখছেন জেপি নাড্ডা।

BJP Parivartan Yatra LIVE: ‘মমতার রাজত্বে বাংলার সংস্কৃতি বিপদের মুখে‘, তারাপীঠের সভায় নাড্ডা

‘বাংলার মাটিতে পরিবর্তন যাত্রার দ্বিতীয় পর্যায়ের সূচনা। মমতার রাজত্বে বাংলার সংস্কৃতি বিপদের মুখে।’ তারাপীঠের চিলার মাঠে বক্তব্য রাখছেন জেপি নাড্ডা।

BJP Parivartan Yatra LIVE: ‘দেওয়াল লিখন স্পষ্ট, সরকার গড়বে বিজেপি‘, তারাপীঠের সভায় রাজীব

‘প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপি ক্ষমতায় আসবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকে চাষিদের কিষাণ সম্মান নিধির টাকা। যাঁরা বলেন ৯৯% কাজ করে দিয়েছি, তাঁদের আর ফেরানোর দরকার নেই। যাঁরা ১০০% কাজ করবে তাঁদের সরকারে আনতে হবে। দেওয়াল লিখন স্পষ্ট, সরকার গড়বে বিজেপি।’ তারাপীঠের চিলার মাঠে মন্তব্য রাজীব বন্দ্যোপাধ্যায়ের।

BJP Parivartan Yatra LIVE: ‘আমরা পুণ্যবান বলেই তৃণমূলে ছিলাম, আপনি ক্ষমতায় ছিলেন‘, তারাপীঠে মমতাকে জবাব রাজীবের

‘সবথেকে বড় ওয়াশিং মেশিন তৃণমূল কংগ্রেস। খুনের অভিযুক্ত তৃণমূলে যোগ দিলেই দোষ মকুব। তৃণমূলে যোগ দিলেই সাধু, অন্য দলে গেলেই চোর। আমরা পুণ্যবান বলেই তৃণমূলে ছিলাম, আপনি ক্ষমতায় ছিলেন।’ তারাপীঠের চিলার মাঠে মমতাকে জবাব রাজীব বন্দ্যোপাধ্যায়ের। 

BJP Parivartan Yatra LIVE: তারাপীঠ দর্শনে এলে জে পি নাড্ডাকে দেওয়া হবে বিশেষ উপহার

তারাপীঠ দর্শনে এলে জে পি নাড্ডাকে দেওয়া হবে বিশেষ উপহার। এদিন মন্দির কর্তৃপক্ষের তরফে বিজেপির সর্বভারতীয় সভাপতির হাতে তুলে দেওয়া হবে মা তারার ছবি, তারাপীঠের ইতিহাস লেখা একটি বই ও উত্তরীয়। পাঁচজন পুরোহিত মিলে পুজো করবেন। আজ সকালে তারাপীঠ মন্দিরে পুজো দেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন ও মুকুল রায়। 

BJP Parivartan Yatra LIVE: পরিবর্তন যাত্রা বন্ধের বিষয়ে এখনই কোন অন্তর্বর্তী নির্দেশ নয়, জানাল হাইকোর্ট

পরিবর্তন যাত্রা বন্ধের বিষয়ে এখনই কোন অন্তর্বর্তী নির্দেশ নয়। কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তিতে বিজেপি। মামলায় তাদের যুক্ত করা হয়নি বলে অভিযোগ তুলেছে বিজেপি। এদিন পরিবর্তন যাত্রা নিয়ে শুনানি ছিল বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চে। বিচারপতি জানান, পূর্ণাঙ্গ শুনানির পর নির্দেশ জারি করা হবে। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। 

BJP Parivartan Yatra LIVE: বহরমপুরে বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা

বহরমপুরে বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা। মধুপুরে রথ আটকায় পুলিশ। আজ অনুমতি না থাকায়, রথ আটকানো হয় বলে পুলিশের দাবি।যদিও রথযাত্রা হবে, এই দাবিতে অনড় বিজেপি নেতৃত্ব। 

প্রেক্ষাপট

বীরভূম ও ঝাড়গ্রাম:  আজ থেকে অনুব্রত মণ্ডলের গড়ে গড়াবে বিজেপির রথের চাকা। পরিবর্তন যাত্রার সূচনা করতে চলতি মাসে দ্বিতীয়বার রাজ্যে এলেন জে পি নাড্ডা। 


এদিন দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে নেমে কপ্টারে চড়ে তারাপীঠে পৌঁছন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে চিলার মাঠে জনসভা করবেন তিনি। সেখান থেকেই পরিবর্তন যাত্রার সূচনা হবে। 


তার আগে গোটা এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বীরভূম জেলার ১১টি বিধানসভাজুড়ে পরিক্রমা করবে বিজেপির রথ। পাড়ি দেবে ৩২৮ কিলোমিটার পথ।বিজেপির রথযাত্রা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। 


যদিও তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন, এটি রাজনৈতিক কর্মসূচি। তাই তৃণমূলের তরফে কোনওরকম বাধা দেওয়া হবে না।


বীরভূমের পাশাপাশি, ঝাড়গ্রামেও বিজেপির রথযাত্রার সূচনা করবেন জে পি নাড্ডা। কপ্টারে চড়ে এদিন দুপুরে লালগড়ের সজীব সঙ্ঘ ময়দানের হেলিপ্যাডে নামবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। 


পাশের মাঠে তাঁর জনসভা করার কথা রয়েছে। সেখান থেকেই পরিবর্তন যাত্রার সূচনা হবে। এরপর ঝাড়গ্রাম শহরে পৌঁছে সিধো-কানহুর মূর্তিতে মালা দেবেন জে পি নাড্ডা।


স্থানীয় আদিবাসীদের সঙ্গে কথা বলবেন তিনি। ঝাড়গ্রাম থেকে যাবেন খড়গপুরে। আজ সেখানেই রাত্রিবাস করবেন জে পি নাড্ডা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.