Nadda Rath Yatra LIVE Updates: ‘ভালো কাজ তো করতে পারবেন না, এবার প্রায়শ্চিত্ত করুন’, লালগড়ে মমতাকে আক্রমণ নাড্ডার

‘বাংলার মাটিতে পরিবর্তন যাত্রার দ্বিতীয় পর্যায়ের সূচনা, মমতার রাজত্বে বাংলার সংস্কৃতি বিপদের মুখে, এই বাংলার পরিবর্তন ঘটিয়ে আসল বাংলা ফেরাতে হবে...’, বলেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 09 Feb 2021 01:14 PM

প্রেক্ষাপট

বীরভূম ও ঝাড়গ্রাম:  আজ থেকে অনুব্রত মণ্ডলের গড়ে গড়াবে বিজেপির রথের চাকা। পরিবর্তন যাত্রার সূচনা করতে চলতি মাসে দ্বিতীয়বার রাজ্যে এলেন জে পি নাড্ডা। এদিন দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে নেমে...More

BJP Parivartan Yatra LIVE: ‘ভালো কাজ তো করতে পারবেন না, এবার প্রায়শ্চিত্ত করুন’, লালগড়ে মমতাকে আক্রমণ নাড্ডার

‘জয় শ্রীরাম স্লোগান দিলেই মমতা রেগে যান। অন্যদিকে তোষণের রাজনীতি করে যাচ্ছেন মমতা। ভালো কাজ তো করতে পারবেন না, এবার প্রায়শ্চিত্ত করুন।’ লালগড়ের সভায় বললেন জেপি নাড্ডা