আজ দুপুর সাড়ে ৩টেয় এখান থেকেই পরিবর্তন যাত্রা সূচনার কর্মসূচি রয়েছে বিজেপির। পুলিশ রথযাত্রায় অনুমতি না দিলেও, গেরুয়া শিবিরের তরফে প্রাথমিক রুট ঠিক করে রাখা হয়েছে। চটির মাঠ থেকে বেরিয়ে গৌরাঙ্গ সেতু হয়ে প্রথমে কৃষ্ণনগর, সেখান থেকে ধুবুলিয়া হয়ে বেথুয়াডহরি। বেথুয়াডহরিতে আজ রাত্রিবাসের সিদ্ধান্ত। কাল সকালে বেথুয়াডহরি থেকে বেরিয়ে প্রথমে বার্ণিয়া, সেখান থেকে পলাশিপাড়া হয়ে তেহট্টে রথ পৌঁছনোর কর্মসূচি রয়েছে বিজেপির।
বিধানসভা ভোটের আগে ফের দু’ দিনের রাজ্য সফরে এসেছেন জে পি নাড্ডা। আজ সকালে কলকাতা বিমানবন্দর থেকে মালদার উদ্দেশ্যে রওনা দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
ইংরেজবাজারে পৌঁছে প্রথমে যাবেন সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাবট্রপিক্যাল হর্টিকালচারে। এখানে আম ও শাকসবজি নিয়ে গবেষণা হয়। বিজ্ঞানীদের পাশাপাশি, এখানে আম চাষিদের সঙ্গেও কথা বলবেন জে পি নাড্ডা।
এরপর বিজেপির সর্বভারতীয় সভাপতি যাবেন সাহাপুরে। সেখানে কৃষক-সুরক্ষা সহ ভোজ কর্মসূচি রয়েছে বিজেপির। প্রথমে কৃষকদের আনা সামগ্রীর প্রদর্শনীতে যোগ দেবেন। এরপর মধ্যাহ্নভোজ সারবেন কৃষকদের সঙ্গে।
সবশেষে, ইংরেজবাজারের ফোয়ার মোড় থেকে রোড শো শুরু করবেন জে পি নাড্ডা। শেষ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে।
এরপর নদিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নবদ্বীপে পৌঁছে যাবেন গৌরাঙ্গ জন্মস্থান আশ্রমে।
এরপর পৌঁছবেন চটির মাঠ ময়দানে। সেখানেই বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন জে পি নাড্ডা।
সবশেষে গাড়িতে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নিউটাউনের হোটেলে সাংবাদিক বৈঠকের পর, রাতেই রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে।
অন্যদিকে জে পি নাড্ডার রোড শো চলাকালীন মালদায় গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল। এদিন নাড্ডার কর্মসূচি শুরুর সময়েই শুরু হবে শাসকদলের নেতা-কর্মীদের প্রতিবাদ অবস্থান। নেতৃত্বে থাকবেন জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নুর। উপস্থিত থাকবেন জেলা তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।