JP Nadda West Bengal Visit LIVE: তোলাবাজি, চালচুরির বিরুদ্ধেও টিকা লাগবে: জেপি নাড্ডা

JP Nadda Bengal Visit LIVE Updates BJP Parivartan Yatra: উত্তর ২৪ পরগনা সফরে আজ দুপুরে হুকুমচাঁদ জুট মিলের কর্মী দেবনাথ যাদবের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Feb 2021 10:14 AM
Nadda in Bengal: ' বাংলায় ৬০ বছরের ঊর্ধ্বে সবাই বিনামূল্যে টিকা পাবেন'

 


নাড্ডা বলেছেন,  মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে বলেছেন টিকাকরণের ব্যবস্থা করুন। আমরা বলছি, বাংলায় ৬০ বছরের ঊর্ধ্বে সবাই বিনামূল্যে টিকা পাবেন।‘তোলাবাজি, চালচোরদের বিরুদ্ধেও টিকা লাগবে। বাংলায় আয়ুষ্মান ভারত, কিষাণ নিধির টিকাকরণ হবে। সবচেয়ে বেশি সন্ত্রাস, মানব পাচার বাংলাতেই হচ্ছে।


দিদি আপনি বাংলার মেয়েদের কথা কোথায় ভাবছেন? বাংলায় মহিলারা সুরক্ষিত নন। চালচোর কে? আমি বলছি না, আপনারাই বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতিতে ভরা। আমরা আগামী দিনে সোনার বাংলা গড়বই’।


লাগবে। বাংলায় আয়ুষ্মান ভারত, কিষাণ নিধির টিকাকরণ হবে। সবচেয়ে বেশি সন্ত্রাস, মানব পাচার বাংলাতেই হচ্ছে।


দিদি আপনি বাংলার মেয়েদের কথা কোথায় ভাবছেন? বাংলায় মহিলারা সুরক্ষিত নন। চালচোর কে? আমি বলছি না, আপনারাই বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতিতে ভরা। আমরা আগামী দিনে সোনার বাংলা গড়বই’।

Nadda in Bengal: 'বাংলায় ক্ষমতায় আসবে বিজেপিই

ব্যারাকপুরের জনসভায় বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন, ‘বাংলার মানুষ পরিবর্তন যাত্রাকে সমর্থন করেছেন। বাংলায় ক্ষমতায় আসবে বিজেপিই। প্রধানমন্ত্রী বাংলায় ৩ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন।বাংলায় ক্ষমতায় এলেই আয়ুষ্মান প্রকল্প চালু হবে। কেন্দ্রীয় সাহায্য থেকে বাংলার কৃষকরা বঞ্চিত।কিষাণ সম্মান নিধি প্রকল্পে বকেয়া টাকাও পাবেন কৃষকরা। বাংলায় উন্নয়নের কাজে বাধা আসবে।সেই বাধা দূর করতে চাই ডবল ইঞ্জিন সরকার।’

Nadda in Bengal:  নৈহাটির গৌরীপুরে শ্রমিক-বাড়িতে মধ্যাহ্নভোজে জেপি নাড্ডা, মেনুতে কী কী পদ? দেখুন

উত্তর ২৪ পরগনা সফরে আজ দুপুরে হুকুমচাঁদ জুট মিলের কর্মী দেবনাথ যাদবের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।  বিজেপি সূত্রে খবর, মধ্যাহ্নভোজের মেনুতে রয়েছে ভাত ও রুটি। এছাড়া রয়েছে মুগ ডাল, করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, লাল শাক ভাজা, পোস্তর বড়া, শুক্তো, এঁচোড়ের তরকারি, ফুলকপি আলুর তরকারি, মটর পনীর, আমের চাটনি। এর সঙ্গে রয়েছে বাংলার মিষ্টি রসগোল্লা, দই, এবং মাখা সন্দেশ।  

Nadda in Bengal:   নৈহাটিতে বঙ্কিমচন্দ্রের বাড়ি ঘুরে দেখলেন জে পি নাড্ডা

নৈহাটিতে বঙ্কিম ভবনে বিজেপি সভাপতি। বঙ্কিমচন্দ্রের বাড়ি ঘুরে দেখছেন জে পি নাড্ডা। কথা বলেন ট্রাস্টি সদস্যদের সঙ্গে 

JP Nadda Bengal Visit:  ‘আমফানের টাকার অডিট করতে মমতার এত আপত্তি কেন?’, বললেন নাড্ডা

হেস্টিংসে বিজেপি কার্যালয়ে 'লক্ষ্য সোনার বাংলা' পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, ‘আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রী সাহায্য করেছেন। সেই টাকা ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছয়নি। যে আনাজ পাঠানো হয়েছে, তা মিলেছে তৃণমূল কর্মীদের ঘরে। আমফানের টাকার অডিট করতে মমতার এত আপত্তি কেন?’

Nadda in Bengal:  ‘দেশজুড়ে ১১ কোটি শৌচালয় তৈরি হয়েছে’, বললেন নাড্ডা

হেস্টিংসে বিজেপি কার্যালয়ে 'লক্ষ্য সোনার বাংলা' পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, ‘দেশজুড়ে ১১ কোটি শৌচালয় তৈরি হয়েছে। দেশে ৮ কোটি পরিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছে। রাজ্যেও ৭৮ লক্ষ পরিবার এই সুবিধা পেয়েছে।’

JP Nadda in Bengal:  ‘কাটমানি থেকে বাঁচিয়ে চা বাগানের উন্নয়ন করতে হবে’, বললেন নাড্ডা

হেস্টিংসে বিজেপি কার্যালয়ে 'লক্ষ্য সোনার বাংলা' পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, ‘বাংলার মানুষের সঙ্গে অন্যায় করা হচ্ছে। ‘বাংলার চা বাগানের উন্নয়নে এক হাজার কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। কাটমানি থেকে বাঁচিয়ে চা বাগানের উন্নয়ন করতে হবে।’

Nadda in Bengal:  ‘বাংলার হৃতগৌরব পুনরুদ্ধার করাই বিজেপির দায়িত্ব’, বললেন নাড্ডা

হেস্টিংসে বিজেপি কার্যালয়ে 'লক্ষ্য সোনার বাংলা' পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, ‘বাংলার গৌরব ধ্বংস করার চেষ্টা হয়েছে। সেই হৃতগৌরব পুনরুদ্ধার করাই বিজেপির দায়িত্ব। বাংলা দেশকে আবার পথ দেখাবে। ‘রাজ্যে ডেঙ্গির তথ্য গোপন করা হচ্ছে।’

JP Nadda Bengal Visit:  ‘কয়লা পাচার, মাওবাদী তৎপরতা বন্ধ করা আমাদের লক্ষ্য’, বললেন নাড্ডা

হেস্টিংসে বিজেপি কার্যালয়ে 'লক্ষ্য সোনার বাংলা' পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, ‘ক্ষমতায় এসেই ৭ম বেতন কমিশন চালু করা হবে। বাংলায় আর কাটমানি সংস্কৃতি থাকবে না। মাওবাদী তৎপরতা বন্ধ করাও আমাদের অন্যতম লক্ষ্য। কয়লা পাচার বন্ধ করা হবে।’

Nadda in Bengal:  ‘সোনার বাংলায় চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প’, বললেন নাড্ডা

হেস্টিংসে বিজেপি কার্যালয়ে 'লক্ষ্য সোনার বাংলা' পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, ‘সোনার বাংলায় চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিও বাংলায় চালু হবে। বাংলার ৭৩ লক্ষ কৃষক উপকৃত হবেন। বাংলার কৃষকরা এককালীন ১৪ হাজার টাকা পাবেন।’

JP Nadda Bengal Visit:  ‘২৯৪ কেন্দ্রে ৩০ হাজার সাজেশন বক্স, মানুষের পরামর্শ নেবে বিজেপি’, বললেন নাড্ডা

হেস্টিংসে বিজেপি কার্যালয়ে 'লক্ষ্য সোনার বাংলা' পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, ‘রাজ্যের ২ কোটি মানুষের পরামর্শ নেবে বিজেপি। রাজ্যজুড়ে ৩০ হাজার সাজেশন বক্স থাকবে। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে থাকবে সাজেশন বক্স। মিসড কল করেও দেওয়া যাবে পরামর্শ। ৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত চলবে ক্যাম্পেন।’

Nadda in Bengal:  ‘বাংলার গৌরবময় ইতিহাস পুনরুদ্ধারই লক্ষ্য’, বললেন নাড্ডা

হেস্টিংসে বিজেপি কার্যালয়ে 'লক্ষ্য সোনার বাংলা' পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, ‘বিজেপির লক্ষ্য সোনার বাংলা। বাংলার গৌরবময় ইতিহাস পুনরুদ্ধারই লক্ষ্য। বাংলার মনীষীদের দর্শনে সোনার বাংলা গড়ে তুলতে চাই।’

WB Election 2021 LIVE: বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার। এদিন রাজ্য় সভাপতি দিলীপ ষোষ  তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন  

Nadda in Bengal: ব্যারাকপুরে পরিবর্তনযাত্রায় আপত্তি পুলিশের, আদালতের পথে বিজেপি, দাবি অর্জুন সিংহের

ব্যারাকপুরে বিজেপির পরিবর্তনযাত্রায় অনুমতি দিল না পুলিশ। ঘোষপাড়া দিয়ে পরিবর্তন যাত্রায় আপত্তি পুলিশ-প্রশাসনের। পরিবর্তন যাত্রা স্থগিত রেখে আদালতের পথে বিজেপি। মুখ্যমন্ত্রীর নির্দেশেই অনুমতি দেয়নি পুলিশ’, ট্যুইট করে দাবি বিজেপি সাংসদ অর্জুন সিংহের

প্রেক্ষাপট

ফের বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি।  আজ উত্তর ২৪ পরগনায় একাধিক কর্মসূচি রয়েছে জে পি নাড্ডার। সকাল ১০টায় হেস্টিংসে বিজেপির অফিস থেকে লক্ষ্য সোনার বাংলা প্রচার পুস্তিকা উদ্বোধন করবেন বিজেপি সভাপতি।  দুপুর ১টায় যাবেন নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে কাঁঠালপাড়ায়।  যাবেন বঙ্কিম সংগ্রহশালায়।  কথা বলবেন ট্রাস্টি বোর্ডের সদস্যদের সঙ্গে।  তবে নাড্ডা আসার আগে বঙ্কিমভবনের চারপাশে ছেয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকায়।  


বঙ্কিমভবন থেকে দুপুর দেড়টা নাগাদ নাড্ডা যাবেন গৌরীপুরে।  জুটমিল শ্রমিকের বাড়িতে সারবেন মধ্যাহ্নভোজ।  এরপর বিজেপি সভাপতি যাবেন ব্যারাকপুর মসজিদ মোড় এলাকায়।  সেখানে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি।  বিকেল ৪টে নাগাদ বিজেপি সভাপতি যাবেন ব্যারাকপুর স্টেশন সংলগ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।  এরপর সাড়ে চারটে নাগাদ ধোবিঘাটে মঙ্গল পাণ্ডের মূর্তিতে মাল্যদান করবেন তিনি




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.