বর্ধমান: ১৮ ঘণ্টা পার। জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির জেরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এখনও অচলাবস্থা। ভোগান্তি রোগী ও রোগীর পরিজনদের।
ডাক্তারের অভাবে ২ মাসের অসুস্থ শিশুকে নিয়ে ফিরতে হয় বলে অভিযোগ হুগলির আরামবাগের এক দম্পতির। তাঁদের দাবি, তীব্র শ্বাসকষ্ট হওয়ায় গতকাল সন্ধে ৭টা নাগাদ সন্তানকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যান। কিন্তু, গিয়ে দেখেন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও শিশুকে দেখার মতো একজন চিকিৎসকের দেখা মেলেনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তাঁরা সেখান থেকে ২ মাসের শিশুকে অন্যত্র নিয়ে যান।
এদিকে, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলাকালীন ৩ শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। হাসপাতাল সুপার জানিয়েছেন, চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করতে বর্ধমান মেডিক্যাল কলেজের সমস্ত চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করা হয়েছে।
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে অচলাবস্থা, ফিরতে হল দুমাসের অসুস্থ শিশুকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Dec 2017 08:44 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -