কালিম্পং:বাইকে করে এসে কালিম্পং থানায় গ্রেনেড হামলা। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। সিসিটিভি ক্যামেরাবন্দি বিস্ফোরণের ছবি। এক্ষেত্রেও মোর্চা নেতাদের বিরুদ্ধে ইউএপিএ ও বিস্ফোরক আইনে মামলা রুজু।
দার্জিলিঙের চকবাজারে আইইডি বিস্ফোরণের রহস্যভেদ হতে না হতেই ফের বিস্ফোরণ! ২৪ ঘণ্টার মধ্যে শনিবার রাতে গ্রেনেড হামলা কালিম্পং থানায়! পুলিশ সূত্রে দাবি, মোটর বাইকে এসে থানা লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে পালায় হামলাকারীরা। থানার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বিস্ফোরণের ছবি।
বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর একত্রিশের এই সিভিক ভলান্টিয়ারের। শিলিগুড়ির নার্সিংহোমে চিকিৎসা চলছে, হোম গার্ড ধেন্ডু ভুটিয়ার। কালিম্পংয়ের সেনা হাসপাতালে ভর্তি এসএসবি জওয়ান মনোজ ডেকা।
রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জানিয়েছেন, কালিম্পং থানায় গ্রেনেড হামলার ঘটনায় বিমল গুরুঙ্গ-সহ ৫ মোর্চা নেতার বিরুদ্ধে ইউএপিএ ও বিস্ফোরক আইনের ধারায় মামলা রুজু হয়েছে।
থানায় গ্রেনেড হামলার কয়েক ঘণ্টার মধ্যে, কালিম্পংয়ে জিটিএ-র বন বাংলোয় আগুন লাগায় দুষ্কৃতীরা। আগুন ছড়ায় রান্নাঘর পর্যন্ত। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নতুন করে আতঙ্ক ছড়ায় এলাকায়।
পরপর এই সব হিংসাত্মক ঘটনার জেরে এখন বাড়তি সতর্ক পুলিশ-প্রশাসন। কালিম্পঙের বিভিন্ন রাস্তায় চলছে তল্লাশি। শিলিগুড়ি থেকে পাহাড়ে যাওয়ার সব রাস্তাতেও পুলিশি তৎপরতার একই ছবি। এদিন কালিম্পং থানা পরিদর্শন করে সিআইডি-র বিশেষ দল।
কালিম্পং বিস্ফোরণ: গুরুঙ্গদের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Aug 2017 12:18 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -