কলকাতা: আজ কালীপুজো। ভূত চতুর্দশীর পর দীপাণ্বিতা অমাবস্যা তিথিতে দিকে দিকে শক্তি আরাধনার প্রস্তুতি শেষ। আলোকমালায় সেজে উঠেছে চারপাশ। শারদোৎসবের পর ফের উৎসবের আমেজ। বিভিন্ন মণ্ডপে ইতিমধ্যেই ভিড় করেছেন দর্শনার্থীরা।
কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী৷ জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন৷ তিনি অসুর বিনাশিনী৷ মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতে দেবীর সৃষ্টি৷ নরমুণ্ড দেবীর অলঙ্কার৷ যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা৷ বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক৷ যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন৷ মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন৷ শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক৷ ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী৷
আজ কালীপুজো, শক্তির দেবীর আরাধনায় মেতে উঠেছে গোটা রাজ্য
ABP Ananda, Web Desk
Updated at:
29 Oct 2016 08:41 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -