কলকাতা: ফের দাম বাড়ছে বিদ্যুতের। রাজ্য বিদ্যুৎ বন্টন এলাকায় ইউনিট প্রতি ১১ পয়সা দাম বাড়ছে বিদ্যুতের। ফলে প্রতি ইউনিটের দাম বেড়ে দাঁড়াচ্ছে ৬ টাকা ৭৯ পয়সা। রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের সিদ্ধান্ত, নভেম্বর মাস থেকেই গ্রাহকদের দিতে হবে বাড়তি টাকা। বিলে বাড়তি টাকা যোগ হবে এরিয়ার হিসেবে। অন্যদিকে, সিইএসসি এলাকায় কমছে বিদ্যুতের মাসুল। ইউনিট প্রতি দাম কমছে ১৮ পয়সা করে।