গোপাল চট্টোপাধ্য়ায়, তারাপীঠ: সরকারি নির্দেশ মেনে আজ থেকে শুরু হল তারাপীঠে প্রবেশ পথে কোভিড পরীক্ষার জন্য কিয়স্ক পয়েন্ট। তারাপীঠ মন্দির প্রবেশ করার মূল তিনটি রাস্তার মোড়ে অর্থাৎ মোট তিনটি জায়গায় এই কিয়স্ক পয়েন্ট হয়েছে। এগুলি হলো বেলিয়া মোড়, আটলা মোড়ে ও ফুলিডাঙা মোড়। প্রশাসন সূ্ত্রে খবর, বাইরে থেকে আসা দর্শনার্থীদের করোনা পরীক্ষা করা হবে। তারপর মন্দির প্রবেশ করার অনুমতি মিলবে। প্রতিটি মোড়ে বাঁশের ব্যারিকেড করে আটকানো হচ্ছে পুণ্যার্থীদের গাড়ি। এরপর গাড়ি থেকে নামিয়ে তাঁদের করোনা পরীক্ষা করা হচ্ছে।
গতকালই জানা যায় বীরভূমের তিনটি জায়গায় তৈরি হচ্ছে ৬টি কিয়স্ক পয়েন্ট। শান্তিনিকেতন, তারাপীঠ অথবা কঙ্কালীতলায় যেতে হলে এবার থেকে বাধ্যতামূলক করোনা পরীক্ষা। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে এর মধ্যে রামপুরহাট মহকুমায় তিনটি চেক পয়েন্টে করোনা পরীক্ষা করা হবে। রিপোর্ট পজিটিভ হলে আইসোলেশনে পাঠাবে প্রশাসন। তারাপীঠের মতো কঙ্কালীতলা ও শান্তিনিকেতনেও একইভাবে থাকছে করোনা কিয়স্ক। কোভিড টেস্টের পাশাপাশি সংগ্রহ করা হবে ভ্যাকসিনেশন সংক্রান্ত তথ্যও। জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে এই নিয়ম। উল্লেখ্য, সব রকম নিয়ম মেনে তবেই মন্দিরে প্রবেশের অনুমতি মিলবে।
রাজ্যে দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে। ধীরে ধীরে শিথিল হচ্ছে কোভিড বিধিনিষেধ। অন্যদিকে বীরভূমের বিভিন্ন পর্যটন স্থানে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। তবে এই ভিড়ে সংক্রমণ যাতে না বাড়ে সেকথা মাথায় রেখেই আগে-ভাগে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। কাথায় কোথায় থাকছে কিয়ক্স? একটি বিবৃতি দিয়ে প্রশাসনের তরফে জানানো হয়, শান্তিনিকেতনে এই কিয়স্ক করা হয়েছে কাশীপুর বাইপাস এবং জামবুনি টোল ট্যাক্স পয়েন্টে। কঙ্কালীতলার জন্য কিয়স্ক করা হয়েছে মন্দির সংলগ্ন এলাকায়।
রাজ্যের স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, বীরভূমে মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৯২। মোট মৃত্যু হয়েছে ২৮২ জনের। এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৬২১। মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৮৯।