কলকাতা: পুনর্বহালের স্বস্তি বদলে গেল অস্বস্তিতে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা আইপিএস ভারতী ঘোষের মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট।
মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত ভারতী ঘোষের আইনজীবীকে জিজ্ঞেস করেন, আপনারা যে তদন্ত রিপোর্টের কথা বলছেন, সেই রিপোর্টের প্রতিলিপি পাওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে কোনও রকম আবেদন করেছিলেন কি? জবাবে ভারতী ঘোষের আইনজীবী বলেন, না, তদন্ত রিপোর্টের প্রতিলিপির জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়নি।
এরপরই মামলা প্রত্যাহারের সুযোগ দিয়ে ভারতী ঘোষের আর্জি খারিজ করে দেন বিচারপতি দীপঙ্কর দত্ত। তিনি বলেন, তদন্ত রিপোর্টের জন্য প্রথমে নির্বাচন কমিশনের কাছে আবেদন করুন। তারা যদি সেই রিপোর্ট না দেয় বা প্রতিলিপি হাতে পাওয়ার পর সেই রিপোর্টের কোনও অংশ নিয়ে অসন্তোষ থাকে তাহলে হাইকোর্টের দরজা খোলা। নতুন করে মামলা দায়ের করতে পারবেন।
এ বছর বিধানসভা নির্বাচনের আগে, পক্ষপাতিত্বের অভিযোগে জঙ্গলমহল থেকে ভারতী ঘোষকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। তাঁকে পাঠিয়ে দেওয়া হয় সিআইডির এসএস পদে। ভোটের ফল প্রকাশ হতেই নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের রাস্তায় হাঁটেন আইপিএস ভারতী ঘোষ। কোন্ তদন্তের ভিত্তিতে তাঁকে বদলি করা হয়েছিল তা জানতে চেয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন তিনি।
ভোটের সময় নির্বাচন কমিশন যাঁদের সরিয়ে দিয়েছিল, ক্ষমতায় এসে এমন একাধিক আইপিএস অফিসারকে পুনর্বহাল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসএস সিআইডি পদ থেকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদে ফেরানো হয় ভারতী ঘোষকে। কিন্তু অস্বস্তি বাড়াল কলকাতা হাইকোর্ট।
অস্বস্তিতে ভারতী ঘোষ, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ হাইকোর্টে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jun 2016 11:32 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -